PM Kisan: পিএম কিষান যোজনার ১১তম কিস্তির জন্য বড় আপডেট, শুরু হয়ে গেছে প্রক্রিয়া

Last Updated:

PM Kisan: পিএম কিষানের ১১তম কিস্তির টাকার জন্য দেশের প্রায় ১২.৫০ কোটি কৃষকরা অপেক্ষা করছেন ৷

#নয়াদিল্লি: পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের জন্য স্বস্তির খবর ৷ এবার আপনাকে ই-কেওয়াইসি-র জন্য আধার সেবা কেন্দ্রে যাওয়ার আর দরকার পড়বে না ৷ আধার নম্বর মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকলে এবার বাড়িতে বসেই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে ওটিপি জেনারেট করে ই-কেওয়াইসি করতে পারবেন ৷ পিএম কিষান পোর্টালে বেশ কয়েকদিন ধরে ওটিপি-র মাধ্যমে প্রমাণিকরণ বন্ধ রাখা হয়েছিল ৷ তবে আবার এই পরিষেবা চালু করা হল ৷ এছাড়া বায়োমেট্রিক প্রমাণিকরণের জন্য নিকটতম সিএসসি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷
৩১ মে-এর আগে করতে হবে ই-কেওয়াইসি
পিএম কিষানের ১১তম কিস্তির টাকার জন্য দেশের প্রায় ১২.৫০ কোটি কৃষকরা অপেক্ষা করছেন ৷ কিন্তু e-KYC না করালে আগামী কিস্তির ২০০০ টাকা আটকে যাবে বলে জানানো হয়েছে ৷ পিএম কিষান পোর্টালে ফের ই-কেওয়াইসি শুরু হয়ে গিয়েছে ৷ এবার সহজেই পুরো প্রক্রিয়া বাড়িতে বসেই করতে পারবেন ৷
advertisement
advertisement
STEP 1: এর জন্য প্রথমে মোবাইল ফোনের ব্রাউজার থেকে pmkisan.gov.in টাইপ করতে হবে ৷ এরপর হোমপেজের নীচে e-KYC লেখাতে ক্লিক করে নিজের আধার নম্বর দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে ৷
STEP 2: এবার এখানে AADHAAR-এর সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর দিতে হবে ৷ এরপর মোবাইল নম্বরে ৪ সংখ্যার ওটিপি আসবে ৷ স্ক্রিনে আসা একটি বক্সে ওটিপি দিতে হবে ৷
advertisement
STEP 3: ফের একবার আধার অথেন্টিকেশনের জন্য বটনে ক্লিক করতে হবে ৷ এখানে ট্যাপ করে ৬ অঙ্কের আরও একটি ওটিপি দিয়ে সাবমিট করতে হবে ৷
সব ঠিক থাকলে eKYC পুরো হয়ে যাবে না হলে Invalid লেখা আসবে ৷ সে ক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে গিয়ে ঠিক করাতে হবে ৷ eKYC আগে থেকে করা থাকলে eKYC is already done মেসেজ আসবে ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনায় দেশের প্রায় ১২ কোটির বেশি কৃষকরা নথিভুক্ত রয়েছেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: পিএম কিষান যোজনার ১১তম কিস্তির জন্য বড় আপডেট, শুরু হয়ে গেছে প্রক্রিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement