BGBS 2019: রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রিলায়েন্সের, বাংলার উন্নয়নের পাশে আছি: আম্বানি

Last Updated:
#কলকাতা: আজ, বৃহস্পতিবার থেকে শুরু দু'দিনের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। চোখ ঝলসানো অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশ-বিদেশের হাজার চারেক প্রতিনিধি। এই মঞ্চকেই বিনিয়োগ টানার কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। দেশ বিদেশের প্রতিনিধিরা কেন বিনিয়োগ করবেন এ রাজ্যে ? বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চে তাই তুলে ধরা হবে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন-সহ নানা ইতিবাচক দিকগুলি।
গত বছরের মতো এবারও বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়েই সবার প্রথমেই আম্বানি বলেন, কলকাতায় আবার আসতে পেরে তিনি খুশি ৷ মুকেশ আম্বানির মতে, ‘‘ওয়েস্ট বেঙ্গল আজ বেস্ট বেঙ্গল ৷ মমতাদির নেতৃত্বে বাংলা এগোচ্ছে ৷ বাংলার এই বদলকে স্বাগত জানাচ্ছি ৷ বাংলায় অনেক সম্ভাবনা আছে ৷ বাংলায় ডিজিটাল বিপ্লব চলছে ৷ বাংলার উন্নয়নের পাশে রয়েছে রিলায়েন্স ৷ বাংলায় ২৮ হাজার কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করেছে রিলায়েন্স ৷ আরও ১০ হাজার কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার ৷ সেই ভাবনাও খুব শীঘ্রই বাস্তবায়নের পথে ৷’’
advertisement
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘৩ বছর আগে বাংলায় রিলায়েন্সের বিনিয়োগ ছিল ৪৫০০ কোটি টাকা ৷ যার তুলনায় এখনের বিনিয়োগের পরিমাণ অনেক বেশি ৷  বাংলায় আরও বিনিয়োগ হবে ৷ উপকৃত হবেন ছোট ব্যবসায়ীরা ৷ গিগা ফাইবার প্রজেক্টের কাজ চলছে ৷ কাজ শেষে হলে গ্রামে গ্রামে পৌঁছবে জিও ৷ এই মুহূর্তে বাংলায় ১ লক্ষ কর্মসংস্থান দিয়েছে রিলায়েন্স ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
BGBS 2019: রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রিলায়েন্সের, বাংলার উন্নয়নের পাশে আছি: আম্বানি
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement