BGBS 2019: রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রিলায়েন্সের, বাংলার উন্নয়নের পাশে আছি: আম্বানি
Last Updated:
#কলকাতা: আজ, বৃহস্পতিবার থেকে শুরু দু'দিনের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। চোখ ঝলসানো অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশ-বিদেশের হাজার চারেক প্রতিনিধি। এই মঞ্চকেই বিনিয়োগ টানার কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। দেশ বিদেশের প্রতিনিধিরা কেন বিনিয়োগ করবেন এ রাজ্যে ? বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চে তাই তুলে ধরা হবে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন-সহ নানা ইতিবাচক দিকগুলি।
গত বছরের মতো এবারও বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়েই সবার প্রথমেই আম্বানি বলেন, কলকাতায় আবার আসতে পেরে তিনি খুশি ৷ মুকেশ আম্বানির মতে, ‘‘ওয়েস্ট বেঙ্গল আজ বেস্ট বেঙ্গল ৷ মমতাদির নেতৃত্বে বাংলা এগোচ্ছে ৷ বাংলার এই বদলকে স্বাগত জানাচ্ছি ৷ বাংলায় অনেক সম্ভাবনা আছে ৷ বাংলায় ডিজিটাল বিপ্লব চলছে ৷ বাংলার উন্নয়নের পাশে রয়েছে রিলায়েন্স ৷ বাংলায় ২৮ হাজার কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করেছে রিলায়েন্স ৷ আরও ১০ হাজার কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার ৷ সেই ভাবনাও খুব শীঘ্রই বাস্তবায়নের পথে ৷’’
advertisement
Today our investment stands at Rs 28,000 crore in West Bengal alone, one-tenth of our investment in India. We have planned a further investment of Rs 10,000 crore: Mukesh Ambani #BGBS2019 #BengalMeansBusiness pic.twitter.com/ZpHfpvgbMg
— All India Trinamool Congress (@AITCofficial) February 7, 2019
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘৩ বছর আগে বাংলায় রিলায়েন্সের বিনিয়োগ ছিল ৪৫০০ কোটি টাকা ৷ যার তুলনায় এখনের বিনিয়োগের পরিমাণ অনেক বেশি ৷ বাংলায় আরও বিনিয়োগ হবে ৷ উপকৃত হবেন ছোট ব্যবসায়ীরা ৷ গিগা ফাইবার প্রজেক্টের কাজ চলছে ৷ কাজ শেষে হলে গ্রামে গ্রামে পৌঁছবে জিও ৷ এই মুহূর্তে বাংলায় ১ লক্ষ কর্মসংস্থান দিয়েছে রিলায়েন্স ৷ ’’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2019 12:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
BGBS 2019: রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রিলায়েন্সের, বাংলার উন্নয়নের পাশে আছি: আম্বানি