HDFC Bank Vs SBI Vs Axis Bank Vs ICICI Bank: এফডি করানোর আগে চেক করে নিন বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার, লাভবান হবেন আপনি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সম্প্রতি HDFC ব্যাঙ্ক এফডি-তে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে ৷
#নয়াদিল্লি: এখনও ইনভেস্টমেন্টের জন্য ফিক্সড ডিপোজিট অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ এখানে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারেন্টিড রিটার্ন ৷ এখানে সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি সুদ পাওয়া যায় ৷ দেশের সমস্ত বড় ব্যাঙ্কগুলি যেমন স্টেট ব্যাঙ্ক (SBI), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ও অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) গ্রাহক টানতে আলাদা আলাদা অপশন দিয়ে থাকে ৷
HDFC ব্যাঙ্কের এফডি রেট-
সম্প্রতি HDFC ব্যাঙ্ক এফডি-তে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে ৷ ব্যাঙ্ক তাদের সুদের হার ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানোর ঘোষাণা করা হয়েছে এবং সংশোধিত হার ১ ডিসেম্বর ২০২১ থেকে লাগু করা হয়েছে ৷
advertisement
advertisement
- 7 থেকে 14 দিন- 2.50%
- 15 থেকে 29 দিন- 2.50%
- 30 থেকে 45 দিন- 3.00%
- 46 থেকে 60 দিন- 3.00%
- 61 থেকে 90 দিন- 3.00%
- 91 দিন से 6 মাস- 3.50%
- 6 মাস 1 দিন থেকে 9 মাস- 4.40%
- 9 মাস 1 দিন < 1 বছর- 4.40%
- 1 বছরের জন্য- 4.90 %
- 1 বছর 1 দিন থেকে 2 বছর – 5.00%
- 2 বছর 1 দিন থেকে 3 বছর- 5.15%
- 3 বছর 1 দিন থেকে 5 বছর- 5.35%
- 5 বছর 1 দিন থেকে 10 বছর- 5.50%
advertisement
আরও পড়ুন: Bank Of Baroda-র গ্রাহকদের জন্য সুখবর! এবার কার্ড ছাড়াই এটিএম থেকে তুলতে পারবেন টাকা ....
অ্যাক্সিস ব্যাঙ্ক এফডি রেট
বেসরকারি সেক্টরে অ্যাক্সিস ব্যাঙ্ক ১০ নভেম্বর ২০২১ থেকে এফডি-তে সুদের হার সংশোধন করেছে
7 দিন থেকে 14 দিন পর্যন্ত – 2.50%
15 দিন থেকে 29 দিন পর্যন্ত – 2.50%
advertisement
30 দিন থেকে 45 দিন পর্যন্ত – 3%
46 দিন থেকে 60দিন পর্যন্ত – 3%
61 দিন বা তার বেশি কিন্তু 3 মাসের কম – 3%
3 মাস < 4 মাস – 3.5%
4 মাস < 5 মাস – 3.5%
5 মাস < 6 মাস – 3.5%
6 মাস < 7 মাস – 4.40%
advertisement
7 মাস < 8 মাস – 4.40%
8 মাস < 9 মাস – 4.40%
9 মাস < 10 মাস – 4.40%
10 মাস < 11 মাস – 4.40%
11 মাস < 11 মাস 25 দিন – 4.40%
11 মাস 25 দিন < 1 বছর – 4.4%
1 বছর < 1 বছর 5 দিন – 5.10%
advertisement
1 বছর 5 দিন < 1 বছর 11 দিন – 5.15%
1 বছর 11 দিন < 1 বছর 25 দিন – 5.20%
1 বছর 25 দিন < 13 মাস – 5.20%
13 মাস < 14 মাস – 5.10%
14 মাস < 15 মাস – 5.10%
15 মাস < 16 মাস – 5.10%
advertisement
16 মাস < 17 মাস – 5.10%
17 মাস < 18 মাস – 5.10%
18 মাস < 2 বছর – 5.25%
2 বছর < 30 মাস – 5.40%
30 মাস < 3 বছর – 5.40%
3 বছর < 5 বছর – 5.40%
5 বছর থেকে 10 বছর – 5.75%
স্টেট ব্যাঙ্কের এফডি রেট
২ কোটি টাকার কম এফডি-তে স্টেট ব্যাঙ্কের সংশোধিত রেট ৮ জানুয়ারি ২০২১ থেকে লাগু করা হয়েছে ৷ সিনিয়ার সিটিজেনদের অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট দেওয়া যায় ৷
7 দিন থেকে 45 দিন পর্যন্ত – 2.9%
46 দিন থেকে 179 দিন পর্যন্ত – 3.9%
180 দিন থেকে 210 দিন পর্যন্ত – 4.4%
211 দিন বা তার বেশি কিন্তু 1 বছরের কম – 4.4%
1 বছর বা তার বেশি কিন্তু দু’বছরের কম– 5%
2 বছর বা তার বেশি কিন্ত ৩ বছরের কম- 5.1%
3 বছর বা তার বেশি কিন্তু ৫ বছরের কম- 5.3%
5 বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম- 5.4%
ICICI ব্যাঙ্কের এফডি রেট
প্রাইভেট সেক্টরের আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হার বদল করেছে ৷ নতুন রেট ৭দিন থেকে ১০ বছরের যোজনার উপর লাগু করা হয়েছে ৷ ১৬ নভেম্বর থেকে নতুন রেট লাগু করা হয়েছে ৷
7 থেকে 14 দিন – 2.50%
15 থেকে 29 দিন – 2.50%
30 থেকে 45 দিন – 3%
46 থেকে 60 দিন – 3%
61 থেকে 90 দিন – 3%
91 থেকে 120 দিন – 3.5%
121 দিন থেকে 184 দিন – 3.5%
185 দিন থেকে 210 দিন – 4.4%
211 দিন থেকে 270 দিন– 4.4%
271 দিন থেকে 289 দিন – 4.4%
290 দিন < ১ বছর – 4.4%
1 বছর 389 দিন – 4.9%
390 দিন থেকে 18 মাস – 4.9%
18 মাস ১ দিন থেকে 2 বছর পর্যন্ত – 5%
2 বছর 1 দিন থেকে 3 বছর পর্যন্ত – 5.15%
3 বছর 1 দিন থেকে 5 বছর পর্যন্ত – 5.35%
5 বছর 1 দিন থেকে 10 বছর পর্যন্ত – 5.50%
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2021 10:57 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
HDFC Bank Vs SBI Vs Axis Bank Vs ICICI Bank: এফডি করানোর আগে চেক করে নিন বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার, লাভবান হবেন আপনি