HDFC Bank Vs SBI Vs Axis Bank Vs ICICI Bank: এফডি করানোর আগে চেক করে নিন বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার, লাভবান হবেন আপনি

Last Updated:

সম্প্রতি HDFC ব্যাঙ্ক এফডি-তে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে ৷

#নয়াদিল্লি: এখনও ইনভেস্টমেন্টের জন্য ফিক্সড ডিপোজিট অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ এখানে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারেন্টিড রিটার্ন ৷ এখানে সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি সুদ পাওয়া যায় ৷ দেশের সমস্ত বড় ব্যাঙ্কগুলি যেমন স্টেট ব্যাঙ্ক (SBI), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ও অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) গ্রাহক টানতে আলাদা আলাদা অপশন দিয়ে থাকে ৷
HDFC ব্যাঙ্কের এফডি রেট-
সম্প্রতি HDFC ব্যাঙ্ক এফডি-তে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে ৷ ব্যাঙ্ক তাদের সুদের হার ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানোর ঘোষাণা করা হয়েছে এবং সংশোধিত হার ১ ডিসেম্বর ২০২১ থেকে লাগু করা হয়েছে ৷
advertisement
advertisement
  • 7 থেকে 14 দিন- 2.50%
  • 15 থেকে 29 দিন- 2.50%
  • 30 থেকে 45 দিন- 3.00%
  • 46 থেকে 60 দিন- 3.00%
  • 61 থেকে 90 দিন- 3.00%
  • 91 দিন से 6 মাস- 3.50%
  • 6 মাস 1 দিন থেকে 9 মাস- 4.40%
  • 9 মাস 1 দিন < 1 বছর- 4.40%
  • 1 বছরের জন্য- 4.90 %
  • 1 বছর 1 দিন থেকে 2 বছর – 5.00%
  • 2 বছর 1 দিন থেকে 3 বছর- 5.15%
  • 3 বছর 1 দিন থেকে 5 বছর- 5.35%
  • 5 বছর 1 দিন থেকে 10 বছর- 5.50%
advertisement
অ্যাক্সিস ব্যাঙ্ক এফডি রেট
বেসরকারি সেক্টরে অ্যাক্সিস ব্যাঙ্ক ১০ নভেম্বর ২০২১ থেকে এফডি-তে সুদের হার সংশোধন করেছে
7 দিন থেকে 14 দিন পর্যন্ত – 2.50%
15 দিন থেকে 29 দিন পর্যন্ত – 2.50%
advertisement
30 দিন থেকে 45 দিন পর্যন্ত – 3%
46 দিন থেকে 60দিন পর্যন্ত – 3%
61 দিন বা তার বেশি কিন্তু 3 মাসের কম – 3%
3 মাস < 4 মাস – 3.5%
4 মাস < 5 মাস – 3.5%
5 মাস < 6 মাস – 3.5%
6 মাস < 7 মাস – 4.40%
advertisement
7 মাস < 8 মাস – 4.40%
8 মাস < 9 মাস – 4.40%
9 মাস < 10 মাস – 4.40%
10 মাস < 11 মাস – 4.40%
11 মাস < 11 মাস 25 দিন – 4.40%
11 মাস 25 দিন < 1 বছর – 4.4%
1 বছর < 1 বছর 5 দিন – 5.10%
advertisement
1 বছর 5 দিন < 1 বছর 11 দিন – 5.15%
1 বছর 11 দিন < 1 বছর 25 দিন – 5.20%
1 বছর 25 দিন < 13 মাস – 5.20%
13 মাস < 14 মাস – 5.10%
14 মাস < 15 মাস – 5.10%
15 মাস < 16 মাস – 5.10%
advertisement
16 মাস < 17 মাস – 5.10%
17 মাস < 18 মাস – 5.10%
18 মাস < 2 বছর – 5.25%
2 বছর < 30 মাস – 5.40%
30 মাস < 3 বছর – 5.40%
3 বছর < 5 বছর – 5.40%
5 বছর থেকে 10 বছর – 5.75%
স্টেট ব্যাঙ্কের এফডি রেট
২ কোটি টাকার কম এফডি-তে স্টেট ব্যাঙ্কের সংশোধিত রেট ৮ জানুয়ারি ২০২১ থেকে লাগু করা হয়েছে ৷ সিনিয়ার সিটিজেনদের অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট দেওয়া যায় ৷
7 দিন থেকে 45 দিন পর্যন্ত – 2.9%
46 দিন থেকে 179 দিন পর্যন্ত – 3.9%
180 দিন থেকে 210 দিন পর্যন্ত – 4.4%
211 দিন বা তার বেশি কিন্তু 1 বছরের কম – 4.4%
1 বছর বা তার বেশি কিন্তু দু’বছরের কম– 5%
2 বছর বা তার বেশি কিন্ত ৩ বছরের কম- 5.1%
3 বছর বা তার বেশি কিন্তু ৫ বছরের কম- 5.3%
5 বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম- 5.4%
ICICI ব্যাঙ্কের এফডি রেট
প্রাইভেট সেক্টরের আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হার বদল করেছে ৷ নতুন রেট ৭দিন থেকে ১০ বছরের যোজনার উপর লাগু করা হয়েছে ৷ ১৬ নভেম্বর থেকে নতুন রেট লাগু করা হয়েছে ৷
7 থেকে 14 দিন – 2.50%
15 থেকে 29 দিন – 2.50%
30 থেকে 45 দিন – 3%
46 থেকে 60 দিন – 3%
61 থেকে 90 দিন – 3%
91 থেকে 120 দিন – 3.5%
121 দিন থেকে 184 দিন – 3.5%
185 দিন থেকে 210 দিন – 4.4%
211 দিন থেকে 270 দিন– 4.4%
271 দিন থেকে 289 দিন – 4.4%
290 দিন < ১ বছর – 4.4%
1 বছর 389 দিন – 4.9%
390 দিন থেকে 18 মাস – 4.9%
18 মাস ১ দিন থেকে 2 বছর পর্যন্ত – 5%
2 বছর 1 দিন থেকে 3 বছর পর্যন্ত – 5.15%
3 বছর 1 দিন থেকে 5 বছর পর্যন্ত – 5.35%
5 বছর 1 দিন থেকে 10 বছর পর্যন্ত – 5.50%
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
HDFC Bank Vs SBI Vs Axis Bank Vs ICICI Bank: এফডি করানোর আগে চেক করে নিন বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার, লাভবান হবেন আপনি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement