ডিসেম্বর মাসে ১৪ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
১৪ দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও, গ্রাহকরা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন।
#কলকাতা: ডিসেম্বর মাসের প্রায় অর্ধেকই ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ২০২২ সালের ডিসেম্বর মাসের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ১৪ দিন ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি পাওয়া যাবে৷ অর্থাৎ সেই ১৪ দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও, গ্রাহকরা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন।
ব্যাঙ্কের এই সমস্ত ছুটি শুধুমাত্র নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় এবং রাজ্যগুলি সে গুলি পালন করবে। ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে, সমস্ত ব্যাঙ্ক ছুটির দিনগুলিকে চারটি পৃথক বিভাগে ভাগ করা হয়েছে।
advertisement
সে গুলি হল - রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটি এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টস বন্ধের ছুটি। এই অনুযায়ী ডিসেম্বর মাসে ১৪ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। এক নজরে দেখে নিন কোন রাজ্যে কোন দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।
advertisement
ডিসেম্বর মাসে ব্যাঙ্ক ছুটির দিন -
- ৩ ডিসেম্বর সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব – পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৪ ডিসেম্বর রবিবার - সাপ্তাহিক ছুটি।
- ১০ ডিসেম্বর, দ্বিতীয় শনিবার - সারা দেশে ব্যাঙ্ক ছুটি।
advertisement
- ১১ ডিসেম্বর, রবিবার - সাপ্তাহিক ছুটির দিন।
- ১২ ডিসেম্বর, পা-টোগান নেংমিঞ্জা সাংমা-শিলং।
- ১৮ ডিসেম্বর, রবিবার - সাপ্তাহিক ছুটির দিন।
- ১৯ ডিসেম্বর, গোয়া মুক্তি দিবস - গোয়া।
- ২৪ ডিসেম্বর, বড়দিনের উৎসব এবং চতুর্থ শনিবার - দেশব্যাপী।
- ২৫ ডিসেম্বর, রবিবার - সাপ্তাহিক ছুটির দিন।
- ২৬শে ডিসেম্বর আইজল, গ্যাংটক, শিলং-এ ক্রিসমাস উদযাপন, লোসুং, নামসুং-এর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
advertisement
- ২৯ ডিসেম্বর, গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন - চণ্ডীগড়।
- ৩০ ডিসেম্বর, ইউ কিয়াং নাংবাহ - শিলং।
- ৩১শে ডিসেম্বর নববর্ষের প্রাক্কালে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
এই ১৩ দিনের ছুটি ছাড়াও, ৫ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কারণে যে সব এলাকায় নির্বাচন হবে, সে সব এলাকায় ব্যাঙ্কের শাখায় ছুটি থাকবে। এই ছুটি যোগ করলে ডিসেম্বর মাসে ব্যাঙ্কগুলোর মোট ছুটি ১৪ দিন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2022 5:20 PM IST