হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
এই সপ্তাহে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

Bank Holidays- এই সপ্তাহে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

দেখে নিন কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে-

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশজুড়ে উৎসবের জেরে অক্টোবর মাসে ব্যাঙ্ক কর্মীদের প্রচুর ছুটি রয়েছে (Bank holidays) ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি ছুটির ক্যালেন্ডার (RBI Bank holidays list)অনুযায়ী, চলতি সপ্তাহে একাধিক শহরে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ আগামী দিনে আলাদা আলাদা জোনের ছুটি নিয়ে মোট ৭দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ এই ছুটির মধ্যে রবিবার ও দ্বিতীয় শনিবার সামিল রয়েছে ৷ অক্টোবর মাসে একাধিক উৎসব রয়েছে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/check-out-10-gram-gold-price-in-kolkata-on-19th-october-dc-676420.html

ব্যাঙ্কের কোনও কাজ থাকলে অবশ্যই আরবিআই-এর তরফে জারি করা ছুটির পুরো লিস্ট (Bank Holidays List)চেক করে নিন ৷ আলাদা আলাদা রাজ্যে উৎসব ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে আলাদা আলাদা দিনে ছুটি থাকে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/explained/investment-tips-and-how-to-invest-in-share-market-tc-dc-676354.html

দেখে নিন কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে

  • ইদ-এ মিলাদের জন্য ১৯ অক্টোবর বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এদিন আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর ও তিরুঅন্ততপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • মহর্ষি বাল্মিকী জয়ন্তী ২০ অক্টোবর আগরতলা, বেঙ্গালুরু, চন্ডীগড়, কলকাতা ও সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে
  • ২২ অক্টোবর ইদে মিলাদের পর প্রথম জুম্মা হওয়ায় জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
  • এরপর ২৩ অক্টোবর চতুর্থ শনিবার ও ২৪ অক্টোবর রবিবার হওয়ায় দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • ২৬ অক্টোবর জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • ৩১ অক্টোবর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
আরও পড়ুন: https://bengali.news18.com/news/technology/in-september-jio-tops-4g-chart-with-20-9-mbps-download-speed-tc-dc-676349.html
Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Bank Holidays