#নয়াদিল্লি:দেশজুড়ে উৎসবের জেরে অক্টোবর মাসে ব্যাঙ্ক কর্মীদের প্রচুর ছুটি রয়েছে (Bank holidays) ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি ছুটির ক্যালেন্ডার (RBI Bank holidays list)অনুযায়ী, চলতি সপ্তাহে একাধিক শহরে ৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ আগামী দিনে আলাদা আলাদা জোনের ছুটি নিয়ে মোট ৭দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে ৷ এই ছুটির মধ্যে রবিবার ও দ্বিতীয় শনিবার সামিল রয়েছে ৷ অক্টোবর মাসে একাধিক উৎসব রয়েছে ৷
ব্যাঙ্কের কোনও কাজ থাকলে অবশ্যই আরবিআই-এর তরফে জারি করা ছুটির পুরো লিস্ট (Bank Holidays List)চেক করে নিন ৷ আলাদা আলাদা রাজ্যে উৎসব ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে আলাদা আলাদা দিনে ছুটি থাকে ৷