Gold Silver Price Today: ফের বাড়তে শুরু করল সোনা-রুপোর দাম, দেখে নিন কলকাতায় আজ কত হল ১০ গ্রামের দাম

Last Updated:
মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট দাম-
1/5
আবারও বাড়তে শুরু করেছে সোনা ও রুপোর দাম (Gold Silver Price Today) ৷ গত কয়েক মাসে সোনার দামে বেশি ওঠা-নামা দেখা যায়নি ৷ আপনার যদি সোনায় ইনভেস্ট করার প্ল্যান থাকে তাহলে দেরি না করে শীঘ্রই করে নিন ৷ বিশেষজ্ঞদের মতে সোনায় ইনভেস্ট করার এটাই সেরা সুযোগ কারণ আগামী দিনে সোনার দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ডিসেম্বরে ডেলিভারি হওয়া সোনার দাম ০.১১ শতাংশ বেড়েছে ৷  ০.৫৫ শতাংশ বেড়েছে রুপোর দামও ৷
আবারও বাড়তে শুরু করেছে সোনা ও রুপোর দাম (Gold Silver Price Today) ৷ গত কয়েক মাসে সোনার দামে বেশি ওঠা-নামা দেখা যায়নি ৷ আপনার যদি সোনায় ইনভেস্ট করার প্ল্যান থাকে তাহলে দেরি না করে শীঘ্রই করে নিন ৷ বিশেষজ্ঞদের মতে সোনায় ইনভেস্ট করার এটাই সেরা সুযোগ কারণ আগামী দিনে সোনার দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ডিসেম্বরে ডেলিভারি হওয়া সোনার দাম ০.১১ শতাংশ বেড়েছে ৷ ০.৫৫ শতাংশ বেড়েছে রুপোর দামও ৷
advertisement
2/5
দেখে নিন সোনা ও রুপোর দাম  (Gold Silver Price)  অক্টোবরে ডেলিভারি হওয়া সোনার দাম এদিন ০.১১ শতাংশ বেড়ে প্রতি ১০ ্গরামে ৪৭৩৪২ টাকায় ট্রেড করছে ৷ ০.৫৫ শতাংশ বেড়ে রুপোর দাম হয়েছে প্রতি কিলোগ্রামে ৬৩৬১২ টাকা ৷
দেখে নিন সোনা ও রুপোর দাম (Gold Silver Price) অক্টোবরে ডেলিভারি হওয়া সোনার দাম এদিন ০.১১ শতাংশ বেড়ে প্রতি ১০ ্গরামে ৪৭৩৪২ টাকায় ট্রেড করছে ৷ ০.৫৫ শতাংশ বেড়ে রুপোর দাম হয়েছে প্রতি কিলোগ্রামে ৬৩৬১২ টাকা ৷
advertisement
3/5
বাড়তে পারে সোনার দাম -  বিশেষজ্ঞদের মতে দীপাবলি থেকে ডিসেম্বরের মধ্যে সোনার দাম ৫৭ থেকে ৬০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রুপোর দামও বিপুল বাড়ার সম্ভাবনা রয়েছে ৷  অনুমান করা হচ্ছে বছরের শেষে রুপোর দাম ৭৬০০০ থেকে ৮২০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
বাড়তে পারে সোনার দাম - বিশেষজ্ঞদের মতে দীপাবলি থেকে ডিসেম্বরের মধ্যে সোনার দাম ৫৭ থেকে ৬০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রুপোর দামও বিপুল বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ অনুমান করা হচ্ছে বছরের শেষে রুপোর দাম ৭৬০০০ থেকে ৮২০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
4/5
মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট দাম- বাড়িত বসে সহজেই আপনি জেনে যেতে পারবেন সোনার লেটেস্ট দাম ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দিতেই আপনার মোবাইল নম্বরে মেসেজ চলে আসবে, যেখানে সোনার লেটেস্ট দাম দেওয়া থাকবে ৷
মিসড কল দিয়ে জেনে নিন সোনার লেটেস্ট দাম- বাড়িত বসে সহজেই আপনি জেনে যেতে পারবেন সোনার লেটেস্ট দাম ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দিতেই আপনার মোবাইল নম্বরে মেসেজ চলে আসবে, যেখানে সোনার লেটেস্ট দাম দেওয়া থাকবে ৷
advertisement
5/5
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা সোনার শুদ্ধাতা যাচাই করার জন্য কেন্দ্র সরকার এক অ্যাপ লঞ্চ করেছে ৷ নাম ‘BIS Care app’ ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন ৷
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা সোনার শুদ্ধাতা যাচাই করার জন্য কেন্দ্র সরকার এক অ্যাপ লঞ্চ করেছে ৷ নাম ‘BIS Care app’ ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement