স্বপ্নের বাড়ি এবার উঠবে বাস্তবেই, দেখে নিন কোথায় সেরা হোম লোনের অফার মিলছে!

Last Updated:

বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান আকর্ষণীয় সুদের হারে হোম লোন দিচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানের কয়েকটি সেরা হোম লোন অফার।

#কলকাতা: আমাদের প্রায় সকলেরই ইচ্ছে থাকে নিজের একটি বাড়ি গড়ে তোলার। এর জন্য অনেকেই হোম লোনের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রমাগত রেপো রেট বাড়িয়ে দেওয়ার ফলে, হোম লোনের সুদের হার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এর জন্য যাঁরা আগে থেকেই হোম লোন নিয়েছেন, তাঁরা সমস্যার সম্মুখীন হয়েছেন। বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান আকর্ষণীয় সুদের হারে হোম লোন দিচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানের কয়েকটি সেরা হোম লোন অফার।
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৮.৫৫% থেকে ১২.৩৫%। এছাড়াও প্রসেসিং ফি ০.৩৫% (নূন্যতম ২০০০ টাকা এবং সর্বাধিক ১০,০০০ টাকা)।
advertisement
- এইচডিএফসি ব্যাঙ্কের হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৮.৬০%। এছাড়া প্রসেসিং ফি ০.৫% (সর্বাধিক ৩,০০০ টাকা)।
advertisement
- ইউনিয়ন ব্যাঙ্কের সর্বাধিক ২৫ লাখ টাকা হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৮.২৫%। এছাড়াও প্রসেসিং ফি ০.৫০% (সর্বাধিক ১৫,০০০ টাকা)।
- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৭.৫০%। এছাড়া প্রসেসিং ফি লোনের টাকার ০.৫% (সর্বাধিক ১০,০০০ টাকা)
advertisement
- এলআইসি এইচএফএলের ৩০ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে ৫ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৬.৯০%। এছাড়া প্রসেসিং ফি ১ কোটি টাকা পর্যন্ত ০.২৫% (সর্বাধিক ১০,০০০ টাকা এবং জিএসটি )। ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ০.২৫% (সর্বাধিক ২৫,০০০ টাকা এবং জিএসটি)
advertisement
- অ্যাক্সিস ব্যাঙ্কের ৫ লাখ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৬.৯০%। এছাড়াও প্রসেসিং ফি ০.৫০% (নূন্যতম ১০,০০০ টাকা)।
- আদিত্য বিড়লা ক্যাপিটালে ২০ লাখ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৯.০০% থেকে ১২.৫০%। এছাড়াও প্রসেসিং ফি ৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা এবং ট্যাক্স)।
advertisement
- ইন্ডিয়াবুলসের ২ লাখ টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৭.৬০%। এছাড়াও প্রসেসিং ফি ৩০ লাখ টাকা পর্যন্ত ১০,০০০ টাকা। ৩০ লাখ টাকার উপরে ০.৫০% থেকে ১%।
- কর্নাটক ব্যাঙ্কের ২০ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৭.৫০% থেকে ৮.৮৫%। এছাড়াও প্রসেসিং ১২,০০০ টাকা এবং জিএসটি।
advertisement
- আইডিএফসি ব্যাঙ্কের ৩০ লাখ টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে ৫ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৬.৫০%। এছাড়াও প্রসেসিং ফি ৫,০০০ টাকা এবং ট্যাক্স।
- ব্যাঙ্ক অফ বরোদার ১ লাখ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৬.৯০% থেকে ৮.২৫%।
advertisement
- কানাড়া ব্যাঙ্কের হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৮.১০%। এছাড়াও প্রসেসিং ফি ০.৫০% (নূন্যতম ১,৫০০ টাকা এবং সর্বাধিক ১০,০০০ টাকা)।
- কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ১০ লাখ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ২০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৭.০০% থেকে ৭.৬০%। এছাড়াও প্রসেসিং ফি ০.৫%।
- ডিবিএসের ৫০ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ২৫ বছরের জন্য বার্ষিক সুদের হার ৭.২০%। এছাড়াও প্রসেসিং ফি ১০,০০০ টাকা এবং ট্যাক্স।
- সুন্দরম হোম ফিনান্স লিমিটেডের ক্ষেত্রে ১২ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ২০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৬.৯৫%। এছাড়াও প্রসেসিং ৩,০০০ টাকা এবং জিএসটি।
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের হোম লোনের ক্ষেত্রে ১ থেকে ৩০ বছরের জন্য বার্ষিক সুদের হার ৬.৮০%। এছাড়াও প্রসেসিং ফি ০.২৫%।
উপরে উল্লিখিত তথ্য প্রাথমিক, ঋণ নেওয়ার আগে সংস্থার সঙ্গে বিশদে আলোচনা একান্ত কাম্য।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্বপ্নের বাড়ি এবার উঠবে বাস্তবেই, দেখে নিন কোথায় সেরা হোম লোনের অফার মিলছে!
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement