বিয়ের বাড়তি খরচের টাকা নেই? চিন্তা না করে আবেদন করুন এই ব্যাঙ্কে, ঋণ মিলবে সহজে!

Last Updated:

বিয়ের জন্য কি ঋণ পাওয়া যায়? যদি পাওয়াও যায়, কোথায় আবেদন করতে হবে?

#কলকাতা: দরজায় কড়া নাড়ছে শীত। শুরু হবে বিয়ের মরশুম। পঞ্জিকা বলছে, এ বছর বিয়ের তারিখ কম। সে যাই হোক, বিয়ের অনুষ্ঠান মানেই জাঁকজমক। ফুল, আলো, মালা, সাজগোজ, খাওয়াদাওয়া মিলিয়ে এলাহি আয়োজন। অতিথি আপ্যায়নে যেন ত্রুটি না থাকে। তাই অনেকেই হাতে বাড়তি কিছু টাকা রাখতে চান। এ জন্য মহাজন বা আত্মীয়ের কাছে ধার করতে হয়। এভাবে ধার না করে ব্যাঙ্ক থেকে ঋণ নিলে কেমন হয়?
তাহলে প্রশ্ন উঠবে, বিয়ের জন্য কি ঋণ পাওয়া যায়? যদি পাওয়াও যায়, কোথায় আবেদন করতে হবে সেই সম্পর্কে কিছুই জানা নেই। তাই আত্মীয়স্বজন কিংবা মহাজনের কাছে ধার করতে হয়। সেই ধার শোধ করা নিয়েও টেনশন থাকে। অনেক সময় প্রতারণার শিকারও হতে হয়। এসব ঝুঁকি এড়াতে সরাসরি ব্যাঙ্ক থেকে বিয়ের জন্য ঋণ নেওয়া যায়। দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক ঋণ দেয়, সুদের হার কত, কত টাকা ঋণ পাওয়া যায়?
advertisement
advertisement
বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যায়। এইচডিএফসি, এসবিআই, পিএনবি-র মতো ব্যাঙ্কগুলি গ্রাহকদের এই সুবিধে দিচ্ছে। যে কোনও ব্যক্তি বিয়ের জন্য ৫০,০০০ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এই ঋণ শোধ করার জন্য যথেষ্ট সময়ও দেওয়া হয়। তাই কোনও টেনশন নেওয়ার দরকার নেই। তবে নিয়মিত কিস্তি পরিশোধ করা জরুরি। মিস করলে জরিমানা দিতে হতে পারে।
advertisement
২১ বছর বয়সের পরে এই ঋণ নেওয়া যায়। ঋণ শোধ করার জন্য গ্রহীতাকে ১২ থেকে ৬০ মাস সময় দেওয়া হয়। এছাড়াও যে কেউ ৫৮ বছর বয়স পর্যন্ত এই ঋণ নিতে পারেন। এছাড়া আরও একটি শর্তে এই লোনের সুবিধা নেওয়া যায়। তবে ঋণ পেতে মাসিক আয় কমপক্ষে ১৫,০০০ হাজারের বেশি হতে হবে।
advertisement
এই ঋণ পেতে গ্রহীতার সিবিল স্কোর ৭০০-এর বেশি থাকতে হবে। সিবিল স্কোর খারাপ হলে ঋণ মিলবে না। এই ঋণের জন্য প্রসেসিং ফি ২.৫০ শতাংশ। এখন যদি কারও ব্যাঙ্কে যাওয়ার সময় না থাকে তবে অনলাইনেও এই ঋণের জন্য আবেদন করা যায়। এই আবেদনের সঙ্গে গ্রাহকের বেতন স্লিপ, কেওয়াইসি এবং ছবি দিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিয়ের বাড়তি খরচের টাকা নেই? চিন্তা না করে আবেদন করুন এই ব্যাঙ্কে, ঋণ মিলবে সহজে!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement