Bandhan Bank Q3 Results: বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ১১ শতাংশ বেড়ে ৩ লক্ষ কোটিরও বেশি, তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট কী বলছে, দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অর্থবর্ষ ২০২৫‑২৬ ‑এর তৃতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ১১% বৃদ্ধি পেয়েছে ৷ মোট আমানত এক বছরে ১১% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৷ যা ১.৫৭ লক্ষ কোটি টাকা ৷ মোট আমানতের মধ্যে খুচরো আমানতের অংশ ৭২% ৷ CRAR অনুপাত দাঁড়িয়েছে ১৭.৮% ৷ মোট ঋণ পোর্টফোলিও এক বছরে প্রায় ১০% বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৪৫ লক্ষ কোটি টাকা ৷
কলকাতা: বন্ধন ব্যাঙ্ক অর্থবর্ষ ২০২৫‑২৬‑এর তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এই সময়ে ব্যাঙ্কের মোট ব্যবসা ১১% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩.০২ লক্ষ কোটি টাকা। বর্তমানে মোট আমানতের মধ্যে খুচরো আমানতের অংশ ৭২%। তৃতীয় ত্রৈমাসিকে ব্যবসায়িক বৃদ্ধি ব্যাঙ্কের জন্য অবশ্যই স্বস্তির খবর ৷
বর্তমানে বন্ধন ব্যাঙ্ক ভারতের ৩৬টির মধ্যে ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে থাকা ৬,৩৫০‑এরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২৫ কোটি গ্রাহককে পরিষেবা প্রদান করছে। বন্ধন ব্যাঙ্কে কর্মরত মোট কর্মীর সংখ্যা ৭৪,৫০০‑এরও বেশি।
advertisement
advertisement
অর্থবর্ষ ২০২৫‑২৬‑এর তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্ক তার আমানতের ভিত্তিতে বছরে বছরে ১১% বৃদ্ধি নথিভুক্ত করেছে এবং আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১.৫৭ লক্ষ কোটি টাকা। একই সময়ে মোট অগ্রিম (অ্যাডভান্স) বেড়ে হয়েছে ১.৪৫ লক্ষ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত দাঁড়িয়েছে ২৭.৩%। ব্যাঙ্কের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR), যা আর্থিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ সূচক, তা ১৭.৮%-এ অবস্থান করছে, যা নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
advertisement

ব্যাঙ্কের পারফরম্যান্স সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাঙ্কের গত কয়েকটি ত্রৈমাসিকের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স একটি ধারাবাহিক ও শক্তিশালী ভিত্তির প্রতিফলন। Q4‑এ আমরা গ্রাহক অভিজ্ঞতা, পরিচালন দক্ষতা ও স্কেলেবিলিটি বাড়ানোর লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগ শুরু করতে প্রস্তুত। আমরা একটি আরও শক্তিশালী, স্থিতিস্থাপক ও বহুমুখী ব্যাঙ্ক গড়ে তুলতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতে টেকসই ও লাভজনক বৃদ্ধির দিকে এগোতে সুদৃঢ় অবস্থানে রাখবে।”
advertisement
ব্যাঙ্ক তার সম্পদভিত্তিকে বহুমুখী করার দিকে মনোযোগ দিচ্ছে, যেখানে খুচরো পোর্টফোলিও সম্প্রসারণের উপর কৌশলগত জোর দেওয়া হচ্ছে। দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নত করা এবং গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে ডিজিটালাইজেশনের গতি বাড়ানোই এখন বন্ধন ব্যাঙ্কের মূল উদ্দেশ্য।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 10:43 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank Q3 Results: বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ১১ শতাংশ বেড়ে ৩ লক্ষ কোটিরও বেশি, তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট কী বলছে, দেখে নিন











