গাড়ি প্রেমিকদের জন্য সুখবর : নতুন গাড়ি কিনলেই মিলবে ৫ শতাংশ ছাড়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
কিছুদিন আগেই বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উল্লেখ করা ‘স্ক্র্যাপেজ পলিসির’ বিষয়ে সোমবার বিস্তারিত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী।
#নয়াদিল্লি : পুরনো গাড়ির নানান সমস্যা নিয়ে নাজেহাল? নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন? তাহলে এই খবরটা আপনার জন্য।
কারণ, নতুন গাড়ির ক্রেতাদের জন্য একটি বড়োসড়ো ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী (Nitin Gadkari)। এবার থেকে নতুন গাড়ি কিনলেই ক্রেতারা পেতে পারেন বিরাট অঙ্কের ছাড়। কিছুদিন আগেই বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উল্লেখ করা ‘স্ক্র্যাপেজ পলিসির’ বিষয়ে সোমবার বিস্তারিত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী।
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী জানিয়েছেন, ‘স্ক্র্যাপেজ পলিসির’ ক্ষেত্রে প্রথমেই গাড়ির ফিটনেস পরীক্ষা করাতে হবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ২০ বছর ও ব্যবসায়িক গাড়ি ১৫ বছর হলেই আগে করে নিতে হবে ফিটনেস টেস্ট। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে এই পরীক্ষা করা হবে।
advertisement
এই কাজের জন্য কেন্দ্র সরকার সাহায্য করবে রাজ্য সরকার ও বেসরকারি সংস্থাকেগুলিকেও। সেইসঙ্গে এই নীতি মেনে যদি কেউ পুরনো গাড়ি বাতিল করে নতুন গাড়ি কেনেন, সেক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন সেই ব্যক্তি। নিতিন গডকরীর ধারণা, এই নীতি মেনে চললে, করোনা আবহের মধ্যে অটমোবাইল শিল্পের যে ক্ষতিটা হয়েছিল, তা অনেকটাই সামলে নেওয়া যাবে। প্রায় ৩০ শতাংশ উন্নতি হওয়ায় ২ গুণেরও বেশি ব্যবসা বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। যার ফলে অটমোবাইল শিল্পে আরও উন্নতি দেখা দেবে এবং দেশও উন্নতির শিখরে আরও একধাপ এগিয়ে যাবে বলেই তাঁর বিশ্বাস।
advertisement
যে ক্রেতারা তাঁদের পুরনো গাড়ি ছেড়ে স্ক্র্যাপিং পদ্ধতির মাধ্যমে নতুন একটি গাড়ি কিনতে যাচ্ছেন তাঁদের জন্য এই পলিসি খুবই লাভজনক হবে বলেও মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এটি ভারতীয় অটোমোবাইল শিল্পের টার্নওভারকে ৩০ শতাংশ বাড়াতে পারে, যা বর্তমান বছরে প্রায় সাড়ে চার লাখ কোটি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2021 7:49 PM IST