ATM: সর্বনাশ! নিমেষে ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM-এ এই ভুলগুলি কখনও করবেন না
- Published by:Suvam Mukherjee
Last Updated:
ATM: এই বিষয়গুলি মাথায় রাখলেই, এটিএম জালিয়াতি আপনি অনেকটাই কমিয়ে দিতে পারবেন।
নয়া দিল্লি: এটিএম জালিয়াতির ঘটনা গোটা দেশে দ্রুত বেড়ে চলেছে। আপনি যখনই এটিএম থেকে টাকা তুলতে যাবেন, সবসময় কিছু বিষয় মাথায় রাখুন। এই বিষয়গুলি মাথায় রাখলেই, এটিএম জালিয়াতি আপনি অনেকটাই কমিয়ে দিতে পারবেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন,যখনই মেশিনে এটিএম কিংবা ডেবিট কার্ড দেবেন যাবেন, দেখবেন স্লটের আলোর রং। যদি সবুজ হয়, তবে ঠিক আছে। কিন্তু যদি লাল হয় বা আলো জ্বলছে না, তবে সেখানে কার্ডটি রাখবেন না। এছাড়া স্লট ঢিলে হলেও সেখানে কার্ড ঢোকাবেন না। এমনও হতে পারে যে মূল স্লটের উপরে একটি ডামি রাখা হয়েছে। যাতে আপনার কার্ডের তথ্য চুরি করা যায়।
advertisement
এখন প্রতারকদের কাছে এই পদ্ধতিটি খুব জনপ্রিয়। একে কার্ড ক্লোনিং বলে। কার্ড ক্লোন করার পরে, ঠগদের এটিএম পিন নম্বর দরকার হয়। এখন এর জন্য ২টি উপায় আছে, একটি হল প্রতারকরা আপনার পিছনে দাঁড়িয়ে আপনাকে পিন নম্বর দেখতে পারে। দ্বিতীয় উপায় হল সিসিটিভি হ্যাক করে আপনার পিনটি জেনে নেওয়া। তাই পিন দেওয়ার সময় সেটা প্রকাশ্যে না দিয়ে, ঢেকে রাখার চেষ্টা করুন।
advertisement
advertisement
যদি কারোর সঙ্গে এটিএমে কোনও জালিয়াতি হয়ে থাকে, তাহলে বিষয়টি অবিলম্বে পুলিশকে জানাতে হবে। এটা সম্ভব যে প্রতারকদের আঙুলের ছাপ মেশিনে পাওয়া যাবে এবং যদি তাদের কোনও অপরাধমূলক রেকর্ড আগে থেকে থাকে, তাহলে তা দ্রুত ধরা যাবে। সাইবার সেলের কাছেও অভিযোগ জানাতে পারেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজে থেকে সতর্ক হওয়া খুবই জরুরি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 3:38 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ATM: সর্বনাশ! নিমেষে ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM-এ এই ভুলগুলি কখনও করবেন না