#নয়াদিল্লি: দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) শেয়ার বাজারে তালিকাভুক্ত হল মঙ্গলবার। যদিও দেখা যায় ৯৪৯ টাকার LIC-র ইস্যু মূল্য হওয়ার পরিবর্তে আরও দুর্বল হয়ে পড়ে স্টক। এই কারণে বিনিয়োগকারীরা, বিশেষ করে খুচরো বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা গিয়েছে। কিন্তু বাজার বিশেষজ্ঞরা বাজারে বিরাজমান নেতিবাচক অনুভূতির ফলে এলআইসি শেয়ারের দুর্বল তালিকা হওয়ার কথা বলেছেন। তাঁরা বলছেন যে LIC-র স্টক দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে।
ব্রোকারেজ হাউসগুলি বলছে যে বিনিয়োগকারীদের এখনই হতাশ হওয়া উচিত নয়। দুর্বল তালিকার কারণে বিনিয়োগকারীদের আতঙ্কিত হয়ে নিজেদের শেয়ার বিক্রি করাও উচিত নয়। এছাড়া যাঁরা আইপিও-তে শেয়ার কিনতে পারেননি, তাঁদের কাছে এখন কেনার সুযোগ রয়েছে। বিদেশি ব্রোকারেজ ফার্ম Macquarie, শুরু করেছে LIC-র কভারেজ। ১০০০ টাকার টার্গেট মূল্যের সঙ্গে এটিকে একটি নিরপেক্ষ রেটিং দিয়েছে৷
মানিকন্ট্রোলের (Moneycontrol) একটি রিপোর্ট অনুসারে, মেহতা ইক্যুইটিজের (Mehta Equities) ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত তাপসী বলেছেন যে যাঁরা LIC-র ইস্যুতে বিনিয়োগ করেছেন তাঁদের হতাশ হওয়ার পরিবর্তে বরং এই স্টক ধরে রাখা উচিত। এই স্টক মধ্যম থেকে দীর্ঘমেয়াদে ভালো লাভ দেবে। মেহতা বলেছেন, যে বিনিয়োগকারীদের এই শেয়ারটি বরাদ্দ করা হয়নি তাঁরা এখন স্টক মার্কেট থেকে সস্তা দামে এটি কিনতে পারেন।
আরও পড়ুন: New Business Idea: পাতে পড়ে নিত্যই; জিরের ব্যবসায় বাঁধা মোটা অঙ্কের মুনাফা! জানুন বিস্তারিত!
ফিনান্সিয়াল এক্সপ্রেসের (The Financial Express) এক রিপোর্টে বলা হয়েছে, স্বস্তিকা ইনভেস্টমার্ট লি. (Swastika Investmart Limited) রিসার্চ হেড সন্তোষ মীনা বলেছেন যে নেতিবাচক অনুভূতি বর্তমান বাজারে প্রাধান্য পেয়েছে। এর প্রভাব পড়েছে এলআইসি-র তালিকায়। ভারতে বিমা শিল্পের সম্ভাবনা ভালো, কারণ একটি বৃহৎ জনসংখ্যার কাছে এখনও বিমার অ্যাকসেস নেই।
আরও পড়ুন: Gold Prices: আরও বাড়তে পারে সোনার চাহিদা, দামে কেমন প্রভাব পড়বে? জেনে নিন!
বিমা ক্ষেত্রের বৃদ্ধির ফলে এলআইসি উপকৃত হবে। তাই বিনিয়োগকারীদের নেতিবাচক তালিকা দেখে হতাশ না হয়ে দীর্ঘ সময়ের জন্য কোম্পানির সঙ্গে থাকা উচিত। IIFL ভিপি-রিসার্চ অনুজ গুপ্ত বলেছেন যে পলিসিধারীরা ৬০ টাকা ছাড়ে শেয়ার পেয়েছেন৷ তাই তাঁদের খুব একটা ক্ষতি হয়নি। শেয়ারের দাম আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। তাই ডিসকাউন্টে তালিকাভুক্ত হওয়া শেয়ার, সেই বিনিয়োগকারীদের জন্য কেনার একটি ভালো সুযোগ যাঁরা আইপিওতে শেয়ার পাননি। ইতিমধ্যে যাঁদের কাছে শেয়ার রয়েছে, তাঁদের এটির সঙ্গে যুক্ত থাকা উচিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LIC