বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে SIP, এপ্রিল থেকে অক্টোবরে পৌঁছে গিয়েছে ৬৭,০০০ কোটিতে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
অক্টোবর মাসেই নতুন করে ২৩.৮৩ লাখ বিনিয়োগকারী SIP-তে বিনিয়োগ করা শুরু করেছে।
#কলকাতা: বর্তমানে বিনিয়োগকারীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে SIP। চলতি আর্থিক বর্ষের প্রথম ৭ মাসেই অর্থাৎ এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত মিউচুয়াল ফান্ডের এই SIP পৌঁছে গিয়েছে প্রায় ৬৭,০০০ কোটি টাকায়। এর থেকেই বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারীদের বিনিয়োগের প্রথম পছন্দ মিউচুয়াল ফান্ডের SIP। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২০-২১ আর্থিক বর্ষে SIP-তে বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৯৬,০৮০ কোটি টাকা। ২০১৬-১৭ আর্থিক বর্ষে SIP-তে বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ৪৩,৯২১ কোটি টাকা।
অক্টোবরে পৌঁছেছে উচ্চমাত্রায়-
সেপ্টেম্বরেSIP-তে বিনিয়োগের পরিমাণ প্রায় ১০,৩৫১ কোটি টাকা হলেও, অক্টোবরে SIP-তে বিনিয়োগের পরিমাণ প্রায় ১০,৫১৯ কোটি টাকা। অক্টোবর মাসেই নতুন করে ২৩.৮৩ লাখ বিনিয়োগকারী SIP-তে বিনিয়োগ করা শুরু করেছে। এর ফলে চলতি আর্থিক বর্ষের প্রথম ৭ মাসেই অর্থাৎ এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রায় ১.৫ কোটি নতুন বিনিয়োগকারী SIP-তে বিনিয়োগ করা শুরু করেছে। আগের আর্থিক বছরে এর পরিমাণ ছিল প্রায় ১.৪১ কোটি।
advertisement
advertisement
অনলাইনে SIP শুরু করার উপায়-
স্টেপ ১ - SIP শুরু করার জন্য প্যান কার্ড, একটি ঠিকানার প্রমাণ, একটি পাসপোর্ট সাইজ ফটো, একটি চেক বুকের দরকার হয়।
স্টেপ ২ - মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য সবার আগে কেওয়াইসি পূরণ করা দরকার।
advertisement
স্টেপ ৩ - কেওয়াইসি পূরণ করার পর মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট থেকে নিজেদের পছন্দ অনুযায়ী SIP বেছে নেওয়া যাবে।
স্টেপ ৪ - নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য 'রেজিস্টার নাও' লিঙ্কে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৫ - ফর্ম জমা করার আগে নিজেদের সকল পার্সোনাল ডিটেলস এবং ইনফরমেশন ফিল আপ করতে হবে।
স্টেপ ৬ - অনলাইন লেনদেনের জন্য একটি ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে।
স্টেপ ৭ - এর পর যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের থেকে SIP-এর টাকা কাটবে, সেই অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে।
স্টেপ ৮ - এর পর নিজেদের ইউজারনেম দিয়ে লগ ইন করার পর, যে স্কিমে বিনিয়োগ করতে চান সেটি বেছে নিতে হবে।
advertisement
স্টেপ ৯ - এর পর রেজিস্ট্রেশন পুরো হয়ে গেলে কনফার্মেশন পাওয়ার পর বিনিয়োগ শুরু করা যেতে পারে।
স্টেপ ১০ - SIP সম্ভবত আনুমানিক ৩৫-৪০ দিন পর থেকেই শুরু হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2021 8:00 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে SIP, এপ্রিল থেকে অক্টোবরে পৌঁছে গিয়েছে ৬৭,০০০ কোটিতে!