২৪ অগাস্ট বাতিল করা হল ১৫৪টি ট্রেন, এখনই দেখে নিন সম্পূর্ণ তালিকা!

Last Updated:

গত কয়েক মাসে ধরেই খারাপ আবহাওয়া এবং পরিচালনার সমস্যার কারণে একাধিক বার ট্রেন বাতিল করা হয়েছে।

#কলকাতা: ২৪ অগাস্ট ভারতীয় রেলের (Indian Railways) তরফে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে যার ফলে রেলযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। খারাপ আবহাওয়া ও মেনটেন্সের কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। গত কয়েক মাসে ধরেই খারাপ আবহাওয়া এবং পরিচালনার সমস্যার কারণে একাধিক বার ট্রেন বাতিল করা হয়েছে।
ভারতীয় রেলের ওয়েবসাইট অনুযায়ী, আজ মোট ১৫৪টি ট্রেন বাতিল করা হয়েছে যার মধ্যে ২৬টি ট্রেন আংশিকভাবে বাতিল হয়েছে। অন্য দিকে, ১২৮টি ট্রেনকে সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ১৭টি ট্রেনের সময়সূচী বদল করা হয়েছে এবং ১২টি ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে প্যাসেঞ্জার, মেল এবং এক্সপ্রেস ট্রেন। বাতিলের এই তালিকায় রয়েছে রয়েছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিসগঢ়, মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বিহারগামী ট্রেন।
advertisement
advertisement
বাতিল হওয়া ট্রেনের তালিকা
ভারতীয় রেলের বেশিরভাগ পরিষেবা এখন অনলাইনেই পাওয়া যায়। বাতিল, আংশিকভাবে বাতিল এবং রুট ডাইভার্ট হওয়া সমস্ত ট্রেনের তথ্য ভারতীয় রেল এবং IRCTC-র ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়। বাতিল হওয়া ট্রেনের তথ্য NTES অ্যাপ থেকেও পাওয়া যাবে। ভারতীয় রেলের ওয়েবসাইট https://enquiry.indianrail.gov.in/mntes বা IRCTC ওয়েবসাইট লিঙ্ক https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2-এ গিয়ে যে কোনও ট্রেনের স্ট্যাটাস দেখা যাবে।
advertisement
ট্রেনের স্ট্যাটাস দেখতে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে-
  • প্রথমে enquiry.indianrail.gov.in/mntes/ লিঙ্কে ক্লিক করতে হবে।
  • Exceptional Trains অপশনটি বেছে নিতে হবে।
  • এখানে বাতিল, আংশিকভাবে বাতিল এবং রুট ডাইভার্ট হওয়া ট্রেনের তথ্য পাওয়া যাবে।
advertisement
ট্রেন বাতিল হলে সম্পূর্ণ রিফান্ড পাওয়া যাবে-
যদি কোনও ট্রেন বাতিল হয়ে যায় তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। যে সমস্ত যাত্রীরা IRCTC ওয়েবসাইটের মাধ্যমে ই-টিকিট বুক করেছেন তাঁদের রিফান্ড আপনা থেকেই হয়ে যাবে। ট্রেন বাতিল হলে টিকিটের সম্পূর্ণ মূল্য গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ক্রেডিট কার্ড/ই-ওয়ালেটে জমা হবে। টিকিট কাটার সময় যেখান থেকে পেমেন্ট করা হয়েছে, রিফান্ডের টাকা ঠিক সেই অ্যাকাউন্টেই জমা দেওয়া হবে। রিজার্ভেশন কাউন্টার থেকে কেনা টিকিটের ক্ষেত্রে ট্রেন বাতিল হলে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টার মধ্যে কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টারে গিয়ে রিফান্ডের জন্য আবেদন করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২৪ অগাস্ট বাতিল করা হল ১৫৪টি ট্রেন, এখনই দেখে নিন সম্পূর্ণ তালিকা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement