Train Cancellation: আজও ফের বাতিল ১৩৯টি ট্রেন! বাড়ি থেকে বেরোনোর আগে এক বার দেখে নিন সেই তালিকা!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এ-ছাড়াও এমন অনেক ট্রেন রয়েছে, যাদের রুট বদলানো হয়েছে।
#কলকাতা: উৎসবের মরসুম চলছে। আর এই সময়ে ট্রেন বাতিল হওয়ার অর্থ হল, সাধারণ মানুষের হয়রানি। সে ক্ষেত্রে আমাদের যাতায়াতের জন্য বিকল্প রুট বা ট্রেনের কথা মাথায় রাখতে হবে। ভারতীয় রেলওয়ে (Indian Railway) প্রায় প্রতিদিনই বিভিন্ন রুটে বহু ট্রেন বাতিল (Trains Cancelled) করছে। আজ অর্থাৎ ২০ অগাস্ট, ২০২২ তারিখেও ১৩৯টি ট্রেন বাতিল করা হয়েছে।
এ-ছাড়াও এমন অনেক ট্রেন রয়েছে, যাদের রুট বদলানো হয়েছে। অতএব যাত্রীরা এই ট্রেনগুলির রুট দেখে টিকিট বুক করতে পারেন, যাতে তাঁদের কোনও সমস্যার সম্মুখীন না-হতে হয়। আমরা আজ পরিবর্তিত রুট এবং বাতিল ট্রেন সম্পর্কে বলব, যাতে যাত্রীরা জানতে পারেন যে, তাঁদের ট্রেনও ওই রুটের অন্তর্ভুক্ত কি না।
advertisement
advertisement
বাতিল হওয়া ট্রেনের নম্বর:
০১৩১৫, ০১৩১৬, ০১৩৭১, ০১৩৭২, ০১৩৭৪, ০১৬০৫, ০১৬০৬, ০১৬০৭, ০১৬০৮, ০১৬০৯, ০১৬১০, ০৩০৮৫, ০৩০৮৬, ০৩০৮৭, ০৩০৯৪, ০৩৫৫৬, ০৩৫৯২, ০৩৪১২৯, ০৪১৩০, ০৪১৮১, ০৪১৮২, ০৪১৯৪, ০৪৬০১, ০৪৬০২, ০৪৬৪৭, ০৪৬৪৮, ০৪৬৮৫, ০৪৬৮৬, ০৪৬৯৯, ০৪৭০০, ০৫৩৩৪, ০৫৩৬৬, ০৬৯৭৭, ০৬৯৮০, ০৭৩৪১, ০৭৩৪২, ০৭৩৪৩, ০৭৩৪৪, ০৭৩৭৯, ০৭৩৮০, ০৭৫২০, ০৭৬৯৪, ০৮৪২৯, ০৮৪৩০, ০৮৫০৩, ০৮৫৪৫, ০৯১০৮, ০৯১০৯, ০৯১১০, ০৯১১৩, ০৯৪৮৪, ১০১০১, ১০১০২, ১১০৪০, ১২১১৯, ১২২২২, ১৩৪২৫, ২০৮২২, ২০৯৪৮, ২০৯৪৯, ২২৫১২, ৩১৪১১, ৩১৪১৪, ৩১৪২৩, ৩১৪৩২, ৩১৭১১, ৩১৭১২৩৩৬৫৭, ৩৩৬৫৮, ৩৬০৩৩, ৩৬০৩৪, ৩৬৮১২, ৩৬৮৫৫, ৩৭২১১, ৩৭২১৬, ৩৭২৪৬, ৩৭২৪৭, ৩৭২৫৩, ৩৭২৫৬, ৩৭৩০৫, ৩৭৩০৬, ৩৭৩০৭, ৩৭৩০৮, ৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৩, ৩৭৩৪৮, ৩৭৪১১, ৩৭৪১২, ৩৭৪১৫, ৩৭৪১৬, ৩৭৬১১, ৩৭৬১৪, ৩৭৬৫৭, ৩৭৬৫৮, ৩৭৭৩১, ৩৭৭৩২, ৩৭৭৪১, ৩৭৭৪৬, ৩৭৭৮২, ৩৭৭৮৩, ৩৭৭৮৫, ৩৭৭৮৬, ৩৭৮১২, ৫২৫৪৪, ৫২৫৯০, ৫২৫৯১, ৫২৫৯৪।
advertisement
অনেক ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। ভারতীয় রেলওয়ে ১৬টি ট্রেনের সময়সূচি পুনঃনির্ধারণ করেছে এবং ১০টি ট্রেন রুট পরিবর্তন করেছে। ১৩৯টি বাতিল ট্রেনের মধ্যে ১১১টি সম্পূর্ণ রূপে এবং ২৮টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে। বাতিল করা ট্রেনগুলির তালিকায় প্যাসেঞ্জার, মেল এবং এক্সপ্রেস ট্রেনও অন্তর্ভুক্ত রয়েছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বিহারগামী ট্রেন। যাত্রীরা আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইটে গিয়েও এই ট্রেনগুলির তালিকা দেখতে পারবেন।
advertisement
ভারতীয় রেলের বেশির ভাগ পরিষেবা এখন অনলাইনেই পাওয়া যায়। অতএব যদি ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করা হয়ে থাকে, তবে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই ট্রেনের অবস্থা জেনে নিতে হবে। আর অনলাইনে ট্রেন বাতিল সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন যাত্রীরা। আসলে রেল যাত্রীদের সুবিধার্থে, ভারতীয় রেলওয়ে এবং আইআরসিটিসি (IRCTC)-র ওয়েবসাইটে বাতিল ট্রেনের তালিকা প্রদান করা হয়েছে। এ-ছাড়াও NTES অ্যাপেও ট্রেন সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে। যে কোনও ট্রেনের স্টেটাস পাওয়ার জন্য যাত্রীরা রেলওয়ে ওয়েবসাইট https://enquiry.indianrail.gov.in/mntes বা IRCTC ওয়েবসাইট https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2 লিঙ্কটি ব্যবহার করতে পারেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2022 4:54 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Train Cancellation: আজও ফের বাতিল ১৩৯টি ট্রেন! বাড়ি থেকে বেরোনোর আগে এক বার দেখে নিন সেই তালিকা!