SBI-এ লেনদেনের ক্ষেত্রে কাটা হবে টাকা, এই সংক্রান্ত দাবি কতটা সত্য? কী বলছে পিআইবি ফ্যাক্ট চেক

Last Updated:

৪০টির বেশি লেনদেনের পর প্রত্যেক লেনদেন বা ট্রানজাকশনের জন্য অ্যাকাউন্ট ৫৭.৫ টাকা করে কেটে নেওয়া হবে।

#কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেশের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাঙ্ক এসবিআই (SBI)-এর লেনদেন সংক্রান্ত একটি মেসেজ ভাইরাল হচ্ছে। যাঁদের স্টেট ব্যাঙ্কে (State Bank of India) সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। ভাইরাল মেসেজে (Viral Message) দাবি করা হচ্ছে, এক জন গ্রাহক সেভিংস অ্যাকাউন্টে থেকে বছরে মাত্র ৪০টি লেনদেন করতে পারেন। ৪০টির বেশি লেনদেনের পর প্রত্যেক লেনদেন বা ট্রান্সঅ্যাকশনের জন্য অ্যাকাউন্ট ৫৭.৫ টাকা করে কেটে নেওয়া হবে। এ-ছাড়া, আরও বলা হচ্ছে যে, এটিএম থেকে ৪ বারের বেশি টাকা তোলার ক্ষেত্রে ১৭৩ টাকা করে কেটে নেওয়া হবে।
পিআইবি (PIB) জানিয়েছে, এই দাবিটি ভুল:
সত্যতা যাচাই করে এই দাবিকে ভুল বলে জানিয়ে দিয়েছে পিআইবি। নিজেদের ফ্যাক্ট চেক (PIB Fact Check) ট্যুইটার হ্যান্ডল থেকে ট্যুইট করে তারা জানিয়েছে যে, ব্যাঙ্ক এমন কোনও নিয়ম তৈরি করেনি। পিআইবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, এই দাবি একেবারেই মিথ্যা। ব্যাঙ্কের লেনদেনের ক্ষেত্রে কোনও নিয়ম পরিবর্তন করা হয়নি।
advertisement
advertisement
প্রত্যেক মাসে ৫টি ট্রান্সেকশন:
পিআইবি ফ্যাক্টের তরফে জানানো হয়েছে যে, গ্রাহক নিজের ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে ৫টি লেনদেন বা ট্রান্সঅ্যাকশন বিনামূল্যে করতে পারেন। পরবর্তী লেনদেনের জন্য সর্বোচ্চ ২১ টাকা কাটা হবে।
সম্প্রতি পিআইবি ফ্যাক্ট চেক আরও একটি ভাইরাল দাবিকে ভুয়ো বলে আখ্যা দিয়েছে। এই ভাইরাল মেসেজে দাবি করা হচ্ছে যে, নরেন্দ্র মোদি সরকার আধার কার্ডধারী প্রত্যেককে ৪.৭৮ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করবে। সত্যতা যাচাই করে পিআইবি জানিয়েছে যে, এই দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর। এর কোনও ভিত্তি নেই। মোদী সরকার আধার কার্ডধারীদের কোনও প্রকার ঋণ দিচ্ছে না।
advertisement
পিআইবি ফ্যাক্ট চেক কী?
পিআইবি ফ্যাক্ট চেক হল ভারত সরকারের অফিসিয়াল ফ্যাক্ট চেক সংস্থা। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রত্যেক দিনই ভুল এবং বিভ্রান্তিকর খবর ভাইরাল হতে থাকে। পিআইবি ফ্যাক্ট চেক এই ধরনের ভুয়ো দাবিকে খণ্ডন করে এবং যাতে ভুয়ো খবর ছড়িয়ে না-পড়ে, সে-দিকে লক্ষ্য রাখে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
SBI-এ লেনদেনের ক্ষেত্রে কাটা হবে টাকা, এই সংক্রান্ত দাবি কতটা সত্য? কী বলছে পিআইবি ফ্যাক্ট চেক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement