Apiculture Business: মধু পুরনো হল, মৌমাছি পালন করে এই জিনিসগুলোর মাধ্যমে বিপুল লাভ করুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
মৌমাছি প্রতিপালন করে ভাল আয় করুন। মৌমাছি থেকে শুধু মধু নয়, পাওয়া যায় আরও বেশ কিছু উপকারি উপাদান
কোচবিহার: গ্রামবাংলায় আজও বহু পরিবার হাঁস-মুরগি, গরু-ছাগল প্রতিপালন করে থাকে। অনেকের এটা জীবিকাও বটে। প্রতিপালনের ব্যবসা করে যদি ভাল রোজগার করতে চান তবে হাঁস-মুরগি বা গরু-ছাগল ছেড়ে এই জিনিসকে লালন-পালন করুন। একেবারেই স্বল্প খরচ ও স্বল্প পরিশ্রমে অধিক মুনাফার মুখ দেখবেন।
মৌমাছি প্রতিপালন করে ভাল আয় করুন। মৌমাছি থেকে শুধু মধু নয়, পাওয়া যায় আরও বেশ কিছু উপকারি উপাদান। যা সাধারণভাবে অ্যাপিকালচার নামেই বিশেষ পরিচিত সকলের মাঝে। এই সকল উপাদান ব্যবহার করা হয়ে থাকে নানান গুরত্বপূর্ণ জিনিসের মধ্যে। তাই মধুকে শুধু গুরত্ব দিলে চলবে না। মধু ছাড়াও এই উপাদানগুলিকেও সমান গুরত্ব দিতে হবে।
advertisement
advertisement
কোচবিহারের এক মৌমাছি প্রতিপালক কৃষ্ণপদ সরকার জানান, বহু সময় আগে থেকেই তিনি এই মৌমাছি প্রতিপালনের সঙ্গে যুক্ত। তবে তাঁরা শুধু মৌমাছির মধু নয়, আরও উপাদান সংগ্রহ করে থাকেন। এই সকল উপাদান বেশ ভাল মুনাফা দেয়। এই সকল উপাদানের বাজারজাত মূল্য রয়েছে বেশ অনেকটাই। মৌমাছি থেকে মধু ছাড়াও পাওয়া যায় মোম, পোলেন এবং মৌমাছির হুলের বিষ। মৌমাছির মোম ব্যবহার করা হয় কসমেটিক্স ও ওষুধ তৈরির কাজে। মৌমাছির পোলেন দারুণ পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। এছাড়া মৌমাছির হুলের বিষ থেকেও নানা ধরনের ওষুধ তৈরি করা হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তিনি আরও জানান, এই সকল উপাদান মধুর মতন খুব সহজেই পাওয়া যায়। মোম পাওয়া যায় মৌমাছির চাক থেকে। পোলেন হল মৌমাছির গায়ে লেগে থাকা বড় আকারের পরাগ কণা। যা মৌমাছি নিজের বাচ্চাদের খাওয়ানোর জন্য ব্যবহার করে থাকে। এর মধ্যে পুষ্টিগুণ থাকেন অনেক বেশি পরিমাণে। এছাড়া ক্ষুদে ভারতীয় মৌমাছির হুলের বিষ থেকে নানা ধরনের ব্যথা উপশম ওষুধ তৈরি হয়।
advertisement
সার্থক পণ্ডিত
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2024 6:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Apiculture Business: মধু পুরনো হল, মৌমাছি পালন করে এই জিনিসগুলোর মাধ্যমে বিপুল লাভ করুন