Bengali Video: ফিরে এল ইংরেজ আমলের স্মৃতি! জলপাইগুড়ির রেসকোর্স কাঁপাচ্ছেন বিলেত ফেরত ঘোড় সওয়ার
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ইংরেজদের দেশে কর্মসূত্রে বেশ কয়েকটি বছর কাটিয়ে সেই স্মৃতিকে জলপাইগুড়িতে ফিরিয়ে আনলেন লন্ডন ফেরত জলপাইগুড়ির ভূমিপুত্র নীল
জলপাইগুড়ি: সময় চলে যায়, পড়ে থাকে শুধুই স্মৃতি। কেউ কেউ সেই স্মৃতিকে আগলে ধরে রাখেন আজীবন। সময়টা ১৮৯৪ সাল। ইংরেজ সাহেবরা নিজেদের আমোদ-প্রমোদের জন্য তৈরি করল জলপাইগুড়ি ইউরোপিয়ান ক্লাব। যা আজ ক্ষুধিত পাষাণ হয়ে দাঁড়িয়ে রয়েছে শহরের এক কোণে। তার থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই ছিল রেসকোর্স। সেখানে ঘোড়দৌড় হত। সময়ের সঙ্গে সমস্ত কিছুরই পরিবর্তন হয়েছে। দৌড়ের সেই জায়গায় বর্তমানে জেলা পুলিশের সদর দফতর সহ প্যারেড গ্রাউন্ড গড়ে উঠেছে। এভাবেই সময়ের সঙ্গে গোটা রেসকোর্স পাড়ার ছবিটাই বেমালুম বদলে গিয়েছে। তবে ফের এখন ফিরে আসছে তার আবছা ছবি।
এখন উচ্চপদস্থ পুলিশ অফিসারদের বাংলো থেকে শুরু করে বিচারপতিদের আবাসনকে ঘিরে এ এক অন্য রেসকোর্স। এলাকার উচ্চশিক্ষিত যুবক নীলের হাত ধরেই যেন কিছুটা পুরনো সেই স্মৃতি ফিরে এসেছে এই এলাকায়। দেশ স্বাধীন হওয়ার পর বিদায় নিয়েছিল ঘোড়ার পিঠে চড়া ইংরেজ সাহেবেরা। এবার সেই ইংরেজদের দেশে কর্মসূত্রে বেশ কয়েকটি বছর কাটিয়ে সেই স্মৃতিকে জলপাইগুড়িতে ফিরিয়ে আনল লন্ডন ফেরত জলপাইগুড়ির ভূমিপুত্র নীল । যে এলাকায় ইংরেজ সাহেবদের ঘোড়ার পিঠে চেপে ঘুরে বেড়ানোর গল্প শুনেছিল একদিন। আজ সেই রেসকোর্স পাড়ার অলিগলিতে নিজেই ঘোড়ার পিঠে চেপে ছুটছে নীল। একদিকে শখ, অপরদিকে এ যেন এক নিস্তব্ধ প্রতিবাদ ২০০ বছরের সেই ইংরেজ শাসনকালের প্রতি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সময়ের পরিবর্তনে ঘোড় সওয়ার হারিয়ে গিয়েছিল। আজ শুধুমাত্র শখের বশে জলপাইগুড়ি শহরে ফিরে এসেছে। ঘোড়ার পিঠে চড়ে চোখে চশমা, মাথায় টুপি পরে এলাকায় টগবগ করে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সঙ্গে কেউ কেউ সেলফি তুলছেন। প্রবীণদের চোখে ভেসে উঠছে দেড়শো বছর আগের সেই স্মৃতি।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2024 4:59 PM IST