Amrit Mahotsav FD: উৎসব অফারে অমৃত মহোৎসব FD স্কিমে সুদের হার বাড়াল IDBI ব্যাঙ্ক, আজই বিনিয়োগ করুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Amrit Mahotsav FD: আইডিবিআই ব্যাঙ্ক তার ওয়েবসাইটে জানিয়েছে যে, "অমৃত মহোৎসব এফডি-র উৎসব অফার ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত ৩৭৫ এবং ৪৪৪ দিনের জন্য বাড়ানো হয়েছে।"
কলকাতা: বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। আইডিবিআই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে তেমনই একটি নতুন স্কিম চালু করেছে, যেখানে উচ্চ হারে সুদ দেওয়া হচ্ছে। আইডিবিআই ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিটের জন্য সময় বাড়িয়েছে।
জুলাই মাসে আইডিবিআই ব্যাঙ্ক ৩৭৫ এবং ৪৪৪ দিনের মেয়াদের জন্য অমৃত মহোৎসব এফডি নামে একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। এর সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আইডিবিআই ব্যাঙ্ক তার ওয়েবসাইটে জানিয়েছে যে, “অমৃত মহোৎসব এফডি-র উৎসব অফার ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত ৩৭৫ এবং ৪৪৪ দিনের জন্য বাড়ানো হয়েছে।”
advertisement
আরও পড়ুন: যখন-তখন ক্যাম্পাস থেকে হস্টেল পরিদর্শন, যাদবপুরে এবার ৫৫ সদস্যের অ্যান্টি র্যাগিং স্কোয়াড
আইডিবিআই অমৃত মহোৎসব এফডি স্কিমের সর্বশেষ সুদের হার –
advertisement
৩৭৫ দিনের একটি বিশেষ স্কিমে আইডিবিআই ব্যাঙ্ক সাধারণ জনগণের জন্য ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০% সুদের হার অফার করে৷
আইডিবিআই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করেছে –
আইডিবিআই ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, এই হারগুলি ১৫ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকর৷ আইডিবিআই ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য সাত দিন থেকে পাঁচ বছরের মধ্যে ম্যাচিওর হওয়া এফডি-তে ৩% থেকে ৬.৮% পর্যন্ত সুদের হার এবং প্রবীণদের জন্য ৩.৫% থেকে ৭.৩% পর্যন্ত সুদের হার অফার করে৷
advertisement
আরও পড়ুন: টনসিলের ব্যথা-সর্দি-কাশি কমাতে ওস্তাদ! স্বাদেও অপূর্ব এই পাতার ভর্তা; রইল রেসিপি
ব্যাঙ্ক বিভিন্ন স্কিম অনুযায়ী ফিক্সড ডিপোজিটের উপর সুদ প্রদান করে। সুদের হার সময়ে সময়ে সংশোধিত হয়। সংশোধিত সুদের হার শুধুমাত্র নতুন আমানতের ক্ষেত্রে প্রযোজ্য, বিদ্যমান আমানতগুলি পূর্বের চুক্তিবদ্ধ হারে সুদ পেতে থাকে। এক নজরে দেখে নেওয়া যাক আইডিবিআই ব্যাঙ্কের সর্বশেষ এফডি রেট –
advertisement
– ৭ থেকে ৩০ দিনের জন্য ৩ শতাংশ।
– ৩১ থেকে ৪৫ দিনের জন্য ৩.২৫ শতাংশ।
– ৪৬ থেকে ৯০ দিনের জন্য ৪ শতাংশ।
– ৯১ থেকে ৬ মাসের জন্য ৪.৫ শতাংশ।
– ৬ মাস ১ দিন থেকে ২৭০ দিনের জন্য ৫.৭৫ শতাংশ।
– ২৭১ দিন থেকে ১ বছর পর্যন্ত ৬.২৫ শতাংশ।
advertisement
– ১ বছর থেকে ২ বছর পর্যন্ত (৩৭৫ দিন এবং ৪৪৪ দিন ছাড়া) ৬.৮ শতাংশ।
– ২ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৬.৫ শতাংশ।
– ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৬.২৫ শতাংশ।
– ১০ বছর থেকে ২০ বছর পর্যন্ত ৪.৮ শতাংশ।
– ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে ৫ বছর পর্যন্ত ৬.৫ শতাংশ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 2:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amrit Mahotsav FD: উৎসব অফারে অমৃত মহোৎসব FD স্কিমে সুদের হার বাড়াল IDBI ব্যাঙ্ক, আজই বিনিয়োগ করুন