Amazon | CAIT: গুজরাত সরকারের সঙ্গে মউ চুক্তি সাক্ষর অ্যামাজনের, বিরোধীতায় ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি !

Last Updated:

Amazon signs MoU with Gujarat: CAIT-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘একটি আইন লঙ্ঘণকারী সংস্থার সঙ্গে গুজরাত সরকারের এই হাত মেলানোর ফলে গুজরাতের ব্যবসায়ীরা বাদে দেশের অন্যান্য ব্যবসায়ীরা নিজেদের প্রতারিত হয়েছেন বলে মনে করছেন ৷’

নয়াদিল্লি: দেশের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (Confederation Of All India Traders) বা CAIT মঙ্গলবার ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) সঙ্গে গুজরাত সরকারের (Gujarat Government) একটি মউ (Mou) চুক্তিতে সাক্ষর করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ৷ তাদের দাবি, আমেরিকার এই ই-কমার্স সংস্থা বাজারের প্রতিযোগীতা বিরোধী মূলক কাজ করেছে ৷ অ্যামাজনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে সংস্থার গুজরাতের শিল্প ও খনি দফতরের সঙ্গে একটি চুক্তি হয়েছে ৷ এর ফলে ওই রাজ্য থেকে ই-কমার্স রফতানি ও ব্যবসার কাজে গতি আরও বাড়বে ৷ গুজরাতের MSME গুলিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে মেড ইন ইন্ডিয়া (Made In India) প্রডাক্টের গ্লোবাল ব্যবসার পথ প্রশস্থ করবে অ্যামাজন ৷ এমনটাই ই-কমার্স সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷
CAIT-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘একটি আইন লঙ্ঘণকারী সংস্থার সঙ্গে গুজরাত সরকারের এই হাত মেলানোর ফলে গুজরাতের ব্যবসায়ীরা বাদে দেশের অন্যান্য ব্যবসায়ীরা নিজেদের প্রতারিত হয়েছেন বলে মনে করছেন ৷ সিএআইটি এই ধরণের মউ চুক্তির বিরোধীতা করছে ৷ ’
advertisement
advertisement
অ্যামাজন ইন্ডিয়ার পক্ষ থেকে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, গুজরাত সরকারের শিল্প এবং খনি বিভাগের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে ৷ এর ফলে এ দেশে তৈরি জিনিস ২০০-র বেশি দেশে কোটি কোটি অ্যামাজনের গ্রাহকদের বিক্রি করা সম্ভব হবে ৷
advertisement
আরও জানানো হয়েছে, যে অ্যামাজন আহমেদাবাদ, ভদোদরা, সুরত এবং রাজকোটের মতো গুজরাতের শহরগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ওয়েবিনারের মতো আরও অনেক ওয়ার্কশপের ব্যবস্থা করবে ৷ অ্যামাজনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের জিনিস সংস্থার ৩০ কোটি বেশি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amazon | CAIT: গুজরাত সরকারের সঙ্গে মউ চুক্তি সাক্ষর অ্যামাজনের, বিরোধীতায় ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement