Amazon | CAIT: গুজরাত সরকারের সঙ্গে মউ চুক্তি সাক্ষর অ্যামাজনের, বিরোধীতায় ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি !

Last Updated:

Amazon signs MoU with Gujarat: CAIT-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘একটি আইন লঙ্ঘণকারী সংস্থার সঙ্গে গুজরাত সরকারের এই হাত মেলানোর ফলে গুজরাতের ব্যবসায়ীরা বাদে দেশের অন্যান্য ব্যবসায়ীরা নিজেদের প্রতারিত হয়েছেন বলে মনে করছেন ৷’

নয়াদিল্লি: দেশের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (Confederation Of All India Traders) বা CAIT মঙ্গলবার ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) সঙ্গে গুজরাত সরকারের (Gujarat Government) একটি মউ (Mou) চুক্তিতে সাক্ষর করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ৷ তাদের দাবি, আমেরিকার এই ই-কমার্স সংস্থা বাজারের প্রতিযোগীতা বিরোধী মূলক কাজ করেছে ৷ অ্যামাজনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে সংস্থার গুজরাতের শিল্প ও খনি দফতরের সঙ্গে একটি চুক্তি হয়েছে ৷ এর ফলে ওই রাজ্য থেকে ই-কমার্স রফতানি ও ব্যবসার কাজে গতি আরও বাড়বে ৷ গুজরাতের MSME গুলিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে মেড ইন ইন্ডিয়া (Made In India) প্রডাক্টের গ্লোবাল ব্যবসার পথ প্রশস্থ করবে অ্যামাজন ৷ এমনটাই ই-কমার্স সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷
CAIT-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘একটি আইন লঙ্ঘণকারী সংস্থার সঙ্গে গুজরাত সরকারের এই হাত মেলানোর ফলে গুজরাতের ব্যবসায়ীরা বাদে দেশের অন্যান্য ব্যবসায়ীরা নিজেদের প্রতারিত হয়েছেন বলে মনে করছেন ৷ সিএআইটি এই ধরণের মউ চুক্তির বিরোধীতা করছে ৷ ’
advertisement
advertisement
অ্যামাজন ইন্ডিয়ার পক্ষ থেকে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, গুজরাত সরকারের শিল্প এবং খনি বিভাগের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে ৷ এর ফলে এ দেশে তৈরি জিনিস ২০০-র বেশি দেশে কোটি কোটি অ্যামাজনের গ্রাহকদের বিক্রি করা সম্ভব হবে ৷
advertisement
আরও জানানো হয়েছে, যে অ্যামাজন আহমেদাবাদ, ভদোদরা, সুরত এবং রাজকোটের মতো গুজরাতের শহরগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ওয়েবিনারের মতো আরও অনেক ওয়ার্কশপের ব্যবস্থা করবে ৷ অ্যামাজনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের জিনিস সংস্থার ৩০ কোটি বেশি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amazon | CAIT: গুজরাত সরকারের সঙ্গে মউ চুক্তি সাক্ষর অ্যামাজনের, বিরোধীতায় ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি !
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement