Amazon: অ্যামাজন দিচ্ছে মাসে ৬০-৭০ হাজার টাকা উপার্জনের সুযোগ ! মাত্র ৪ ঘণ্টা কাজ করলেই যথেষ্ট

Last Updated:

Earn Money with Amazon: ফুল টাইম অথবা পার্ট টাইম, যেমন খুশি কাজ করতে পারবেন আপনি ৷ সেটা কী করে সম্ভব, দেখে নিন ৷

নয়াদিল্লি: প্রতি মাসে আপনিও ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করতে পারবেন ৷ আর সেই সুযোগ করে দিচ্ছে বিশ্বের অন্যতম বড় ই-কমার্স সংস্থা অ্যামাজন (Earn money with amazon) ৷ আর সবচেয়ে মজার ব্যাপার হল, এর জন্য আপনাকে প্রতিদিন ৯ ঘণ্টা কাজ করারও প্রয়োজন নেই ৷ শুধুমাত্র চার ঘণ্টাই যথেষ্ট ৷ Amazon-এর এই চাকরিতে নেই কোনও সময়ের বাধ্যবাধকতাও ৷ অর্থাৎ ফুল টাইম অথবা পার্ট টাইম, যেমন খুশি কাজ করতে পারবেন আপনি ৷ সেটা কী করে সম্ভব, দেখে নিন-
Amazon-এ ডেলিভারি বয় হিসেবে কাজ করে আপনি ভাল টাকা উপার্জন করতে পারবেন ৷ এতে আপনার কাজ হল গ্রাহকের জিনিসপত্র, তার বাড়ি বা যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে পৌঁছে দেওয়া ৷ Amazon warehouse থেকে প্যাকেজ নিয়ে গ্রাহকদের কাছে পৌঁছতে হবে ৷ যেই কাজের চাহিদা এখন দিন দিন বাড়ছে ৷
advertisement
advertisement
১. ১০ থেকে ১৫ কিলোমিটারের দূরত্বে দিতে হয় ডেলিভারি
দেশে যেভাবে অনলাইনে কেনাকাটা বাড়ছে ৷ সেইভাবে বাড়ছে জিনিস পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি বয়ের চাহিদাও ৷ একজন ডেলিভারি বয়কে ১০০ থেকে ১৫০টি প্যাকেজ একদিনে ডেলিভারি করতে হয় ৷ এর পাশাপাশি ১০-১৫ কিলোমিটার এলাকার মধ্যেই ডেলিভারি করতে হয় ৷
২. কত ঘণ্টা কাজ করতে হবে ?
advertisement
কাজ করার কোনও নির্দিষ্ট সময় নেই ৷ সবটাই নির্ভর করছে আপনার নিজের উপর ৷ আপনি কত ঘণ্টা কাজ করবেন, কিংবা ক’টা প্যাকেজ ডেলিভারি করবেন, সবটাই আপনার উপরই নির্ভর করবে ৷ অ্যামাজন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকে ৷ দিল্লিতে ডেলিভারি করেন যারা, তাদের বক্তব্য দিনে ৪ ঘণ্টার মধ্যে প্রায় ১০০-১৫০ প্যাকেজ ডেলিভারি করেন তারা ৷
advertisement
৩. কীভাবে করবেন চাকরির আবেদন ?
আপনি এই কাজ করতে আগ্রহী থাকলে চাকরির আবেদনের জন্য লগ ইন করুন https://logistics.amazon.in/applynow
৪. কী করতে হবে ?
ডেলিভারি বয় হতে হলেও আপনার পড়াশোনার ডিগ্রি থাকা প্রয়োজন ৷ আপনি স্কুল বা কলেজ পাশ হলে তার সার্টিফিকেট দেখানোটা বাধ্যতামূলক ৷ ডেলিভারি করার জন্য আপনার নিজের বাইক বা স্কুটার থাকা প্রয়োজন ৷ সঙ্গে থাকতে হবে বাইক-স্কুটারের ইনস্যুরেন্সও ৷ ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amazon: অ্যামাজন দিচ্ছে মাসে ৬০-৭০ হাজার টাকা উপার্জনের সুযোগ ! মাত্র ৪ ঘণ্টা কাজ করলেই যথেষ্ট
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement