একই গাছে ১০টি রকমারি স্বাদের আম! কীভাবে এই ‘অলৌকিক’ ঘটনা ঘটালেন কৃষক?

Last Updated:

কথায় বলে, ফলের রাজা আম! আসলে এই ফল যদি সঠিক ভাবে চাষ করা হয়, তাহলে এটি উপার্জনের দুর্দান্ত বিকল্প হতে পারে।

বেগুসরাই: গ্রীষ্মকালে মানেই তাপপ্রবাহ আর প্রখর রোদ! কিন্তু এই গরমের কষ্ট লাঘব করে একমাত্র স্বস্তি দিতে পারে মিষ্টি স্বাদের আম। কথায় বলে, ফলের রাজা আম! আসলে এই ফল যদি সঠিক ভাবে চাষ করা হয়, তাহলে এটি উপার্জনের দুর্দান্ত বিকল্প হতে পারে। আর সবথেকে বড় কথা হল, সহজেই আম চাষ করা সম্ভব। শুধু তা-ই নয়, উপার্জনও হবে দু’হাত ভরে। এভাবেই আম চাষ করে দেদার উপার্জনের পথ দেখাচ্ছেন পড়শি রাজ্য বিহারের বেগুসরাইয়ের রাম উদগার সাব।
শুধু গরমেই নয়, সারা বছর জেলায় আম চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। আজ তাঁর সাফল্যের গল্পই শুনে নেওয়া যাক। প্রায় ১০০ প্রজাতির আম উৎপাদন হয় বলে দাবি রাম উদগারের। ওই কৃষক জানান যে, একটা আম গাছ লাগানোর দুই বছর পর থেকে তাতে ফল ধরতে শুরু করে। এর পাশাপাশি জাতীয় উদ্যানপালন মিশনের মাধ্যমে কৃষকেরা আম বাগান থেকে প্রশিক্ষণ নিয়ে এটিকে আয়ের উৎস হিসাবে তৈরি করতে পারে।
advertisement
advertisement
একটি গাছেই ১০ প্রজাতির আম:
কৃষক রাম উদগার সাব বলেন যে, “বিগত ১০ বছর ধরে বরকত নার্সারি চালাচ্ছি। আর এখান থেকেই আমার মাথায় আমের বাগান করার ভাবনা আসে। নার্সারি চালানোর পাশাপাশি একটি আমের বাগানও তৈরি করি আমি। ৮ বছর আগে পর্যন্ত এই বাগানে ৪৫টি আম গাছ ছিল। বর্তমানে এখানে বিভিন্ন প্রজাতির ১২০টি আম গাছ রয়েছে।”
advertisement
তিনি আরও জানান যে, শুকুল আম গাছে ১০ জাতের আম ফলে। একটি আমের গাছ থেকে প্রায় ২৫ কেজি করে আম পাওয়া যায়। শুকুল, বম্বাইয়া, সফেদ মালদহ, কৃষ্ণভোগ-সহ মোট ১০টি জাতের আম চাষ হচ্ছে। এই সব গাছের বয়স ৫ বছর। ওই বাগানে শুকুল ছাড়াও আরও ৭টি গাছ থেকে বিভিন্ন জাতের আম উৎপাদন হচ্ছে।
advertisement
সারা বছরই মেলে আম:
বিশাল জায়গা জুড়ে বিস্তৃত বরকত নার্সারিতে ডেনমার্ক এবং অলটাইম প্রজাতির আম মে, জুন এবং জুলাই মাসে পাকতে শুরু করে। শতাধিক জাতের আমের গাছ রয়েছে, ফলে ফলনও হয় দেদার। অন্য দিকে রাম উদগারের বাগানে উৎপাদিত আম বিহারের বিভিন্ন জেলার বাজারে পাঠানো হয়। ওই কৃষকের বক্তব্য, “এই বাগান থেকে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত আয় করি। বরকত নার্সারিতেও কাজের জন্য রাখা হয়েছে দু’জনকে। প্রতি মাসে যথাযথ বেতনও দেওয়া হয় তাঁদের।”
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
একই গাছে ১০টি রকমারি স্বাদের আম! কীভাবে এই ‘অলৌকিক’ ঘটনা ঘটালেন কৃষক?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement