টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার Yes Bank প্রতিষ্ঠাতা রানা কাপুর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, রবিবার ভোররাতে তাকে গ্রফতার করা হয়
#মুম্বই: সমস্যায় জর্জরিত ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)৷ তার বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ রয়েছে৷ প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, রবিবার ভোররাতে তাকে গ্রফতার করা হয়৷ শুক্রবার থেকেই রানা কাপুরের বাড়িতে পৌঁছয় ইডি কর্তারা৷ সেখান থেকেই গ্রেফতার হন ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা৷
১ মাস ৫০হাজার টাকার বেশি ইয়েস ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন না গ্রাহকরা, রিজার্ভ ব্যাঙ্কের এমন নির্দেশের পরই চাঞ্চল্য তৈরি হয়৷ তারপরই রানা কাপুরের বাড়িতে হানা দেন ইডি কর্তারা৷
বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাঙ্ক। ৩ এপ্রিল পর্যন্ত এই ব্যাঙ্কের প্রতিটি গ্রাহক মাসে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারবেন বলে নির্দিষ্ট করে দিয়েছে আরবিআই। তবে শনিবার ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে নির্দিষ্ট নিয়মেই ব্যাঙ্কের এটিম থেকে টাকা তোলা যাবে৷
advertisement
advertisement
You can now make withdrawals using your YES BANK Debit Card both at YES BANK and other bank ATMs. Thanks for your patience. @RBI @FinMinIndia
— YES BANK (@YESBANK) March 7, 2020
একটি কর্পোরেট সংস্থাকে ঋণ পাইয়ে দেন রানা কাপুর এবং সেই সংস্থা থেকে পাওয়া টাকা ঘুষের টাকা স্ত্রী অ্যাকাউন্টে রেখে দিয়েছিলেন তিনি৷ কাপুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷ এছাড়া আরও যে অভিযোগ উঠেছে তা হল, ডিএলএফকে ঋণ দেওয়া হয়েছিল, যা শোধ করা হয়নি বলে বিনিয়োগকারীরা জানিয়েছেন।
advertisement
অন্যদিকে বিধ্বস্ত Yes Bank-কে বাঁচাতে আসরে নেমে পড়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ শনিবার এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার জানালেন, ইয়েস ব্যাঙ্ককে পুনরুজ্জীবনের জন্য ড্রাফট স্কিম পেয়েছে স্টেট ব্যাঙ্ক৷ স্কিম খতিয়ে দেখছে কর্তৃপক্ষ৷ তবে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের টাকা সুরক্ষিত রয়েছে বলেও আশ্বাস দিলেন এসবিআই চেয়ারম্যান৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2020 9:32 AM IST