টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার Yes Bank প্রতিষ্ঠাতা রানা কাপুর

Last Updated:

প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, রবিবার ভোররাতে তাকে গ্রফতার করা হয়

#মুম্বই: সমস্যায় জর্জরিত ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)৷ তার বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ রয়েছে৷ প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, রবিবার ভোররাতে তাকে গ্রফতার করা হয়৷ শুক্রবার থেকেই রানা কাপুরের বাড়িতে পৌঁছয় ইডি কর্তারা৷ সেখান থেকেই গ্রেফতার হন ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা৷
১ মাস ৫০হাজার টাকার বেশি ইয়েস ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন না গ্রাহকরা, রিজার্ভ ব্যাঙ্কের এমন নির্দেশের পরই চাঞ্চল্য তৈরি হয়৷ তারপরই রানা কাপুরের বাড়িতে হানা দেন ইডি কর্তারা৷
বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাঙ্ক। ৩ এপ্রিল পর্যন্ত এই ব্যাঙ্কের প্রতিটি গ্রাহক মাসে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারবেন বলে নির্দিষ্ট করে দিয়েছে আরবিআই। তবে শনিবার ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে নির্দিষ্ট নিয়মেই ব্যাঙ্কের এটিম থেকে টাকা তোলা যাবে৷
advertisement
advertisement
একটি কর্পোরেট সংস্থাকে ঋণ পাইয়ে দেন রানা কাপুর এবং সেই সংস্থা থেকে পাওয়া টাকা ঘুষের টাকা স্ত্রী অ্যাকাউন্টে রেখে দিয়েছিলেন তিনি৷ কাপুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷ এছাড়া আরও যে অভিযোগ উঠেছে তা হল, ডিএলএফকে ঋণ দেওয়া হয়েছিল, যা শোধ করা হয়নি বলে বিনিয়োগকারীরা জানিয়েছেন।
advertisement
অন্যদিকে বিধ্বস্ত Yes Bank-কে বাঁচাতে আসরে নেমে পড়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ শনিবার এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার জানালেন, ইয়েস ব্যাঙ্ককে পুনরুজ্জীবনের জন্য ড্রাফট স্কিম পেয়েছে স্টেট ব্যাঙ্ক৷ স্কিম খতিয়ে দেখছে কর্তৃপক্ষ৷ তবে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের টাকা সুরক্ষিত রয়েছে বলেও আশ্বাস দিলেন এসবিআই চেয়ারম্যান৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার Yes Bank প্রতিষ্ঠাতা রানা কাপুর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement