বাজারে এসে গেল JioFiber, এবার মাত্র ৬৯৯ টাকায় ল্যান্ডফোন, টিভি, ইন্টারনেট ও আরও অনেক কিছু
Last Updated:
মাত্র ৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে JioFiber-এর মাসিক ট্যারিফ প্ল্যান ৷ সঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে দুর্দান্ত ওয়েলকাম অফার ৷
#মুম্বই: ফের জিও ধামাকা ৷ তবে এবার JioFiber-এর হাত ধরে ৷ বৃহস্পতিবারই বাণিজ্যিকভাবে লঞ্চ হল বহু প্রতীক্ষিত রিলায়েন্সের জিও ফাইবার তথা হাই স্পিড ব্রডব্যান্ড। ভারতের ১৬০০ শহরে এবার মিলবে জিও ফাইবার পরিষেবা ৷ মাত্র ৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে JioFiber-এর মাসিক ট্যারিফ প্ল্যান ৷ সঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে দুর্দান্ত ওয়েলকাম অফার ৷ JioFiber-এর বার্ষিক প্ল্যান নিলে এর সঙ্গে ৫০০০ টাকা মূল্যের জিও হোম গেটওয়ে এবং সাড়ে ৬ হাজার টাকার জিও 4K সেট টপ বক্স মিলবে একদম বিনামূল্যে ৷ এমনকি ২৪ ইঞ্চি HD TV অথবা ৩২ ইঞ্চি HD TV বা ৪৩ ইঞ্চি 4K TV -ও পেয়ে যেতে পারেন ফ্রি-তে ৷
এতো গেল অফারের কথা ৷ টেলিকম দুনিয়ায় বিপ্লব আনার পর এবার Reliance Jio GigaFibre শীঘ্রই ইন্টারনেট স্পিডে বিপ্লব আনতে চলেছে ৷ জিও ফাইবার কানেকশন নিলে গ্রাহকেরা 100mbps থেকে 1gbps পর্যন্ত ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন ৷ তবে কোন ট্যারিফের প্ল্যান নেওয়া হচ্ছে তার উপরই ইন্টারনেট স্পিড নির্ভর করবে ৷
রিলায়েন্স JioFiber-এ রয়েছে ভারতের যেকোনও জায়গায় আনলিমিটেড কল করার সুবিধা সহ ল্যান্ডফোন কানেকশন, রয়েছে টিভি ভিডিও কলিং এর সুবিধা ৷ এছাড়াও রয়েছে কনফারেন্সিং ফিচার-এর সুবিধা, যা অন্য জায়গায় আলাদাভাবে নিতে হলে খরচ পড়বে প্রায় ১২০০ টাকা ৷ একইসঙ্গে রিলায়েন্স JioFiber কানেকশন নিলে ১২০০ টাকা মূল্যের জিরো ল্যাটেন্সি গেমিং সিস্টেম ও পাঁচটি ডিভাইসে কনন্টেন্ট শেয়ারিং-এর ক্ষেত্রে ১০০০ টাকা মূল্যের নরটন সিকিউরিটি স্যুটের সুবিধাও পাওয়া যাবে ৷
advertisement
advertisement
রিলায়েন্স JioFiber এর ন্যূনতম ট্যারিফ প্ল্যান বছরে ৬৯৯ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮,৪৯৯ টাকা পর্যন্ত রয়েছে ৷
ন্যূনতম ৬৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট (১০০ জিবি+৫০ জিবি অতিরিক্ত) যার মেয়াদ থাকবে তিন মাস। জিও সিনেমা, জিও সাভান পাওয়া যাবে বিনামূল্যে। পাশাপাশি ভয়েস কলিং, টিভি ভিডিও কলিং, কন্ফারেন্সিং, গেমিং, কন্টেন্ট শেয়ারিং ও ডিভাইসের নিরাপত্তারও সুবিধা ৷
advertisement
৮৪৯ টাকার প্ল্যানে রয়েছে ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট (২০০ জিবি+২০০ জিবি অতিরিক্ত) সঙ্গে OTT অ্যাপ ব্যবহারের সুবিধা । যার মেয়াদ তিন মাস। বাকি সব সুবিধাই পাবেন এই ট্যারিফ প্ল্যানেও ।
Jio GigaFibre এর জন্য গত বছর থেকে প্রি বুকিং শুরু হয়ে গিয়েছিল ৷ সংস্থার ৪১ তম বার্ষিক সাধারণ সভায় এর ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি ৷ এই পরিষেবার জন্য গ্রাহকদের ৪ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে যা ফেরতযোগ্য ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2019 9:11 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজারে এসে গেল JioFiber, এবার মাত্র ৬৯৯ টাকায় ল্যান্ডফোন, টিভি, ইন্টারনেট ও আরও অনেক কিছু