Akasa Air: দেশে চালু হল Akasa Air! নতুন উড়ান সংস্থার পরিষেবা কেমন? টিকিটের দাম থেকে রুট... রইল হদিস!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Akasa Air: অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল আগেই। গত ২২ জুলাই থেকেই নতুন বিমান সংস্থার টিকিট বিক্রি শুরু হয়।
#মুম্বই : যাবতীয় অপেক্ষার অবসান। দেশে এবার যাত্রা শুরু করল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) নতুন বিমান সংস্থা ‘ আকাসা এয়ার’ (Akasa Air)। রবিবার সকালে মুম্বই-আহমেদাবাদ উড়ানটির মধ্যে দিয়েই তৈরি হল নতুন ইতিহাস। Akasa Air - এর উড়ানের শুভ সূচনা আজ করেন অসামরিক বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
অগ্রিম টিকিট বুকিং (Akasa Air) শুরু হয়ে গিয়েছিল আগেই। গত ২২ জুলাই থেকেই নতুন বিমান সংস্থার টিকিট বিক্রি শুরু হয়। আপাতত আহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বই ও কোচির মধ্যেই বিমান চলাচল করবে এই সংস্থার (Akasa Air)। পরে পরিষেবা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। সংস্থার শীর্ষকর্তা বিনয় দুবে জানাচ্ছেন, ”আমাদের উড়ান পরিষেবা শুরু হওয়ায় আমরা আনন্দিত।”
advertisement
advertisement
নতুন এই বিমান সংস্থার (Akasa Air) আত্মপ্রকাশ হয় গত জুলাই মাসে। প্রকাশ্যে আসে সংস্থার বিমানের ছবি প্রথমবার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, হয়তো জুলাই থেকেই উড়ান পরিষেবা শুরু হয়ে যাবে। তার আগে মে মাসেই দেশের বিমান পরিচালন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) জানিয়েছিল, আকাসা এয়ারের প্রথম বিমান জুন বা জুলাই মাসে কোম্পানির হাতে আসতে পারে। শেষমেশ নির্দিষ্ট নিয়ম মেনে বেশ কয়েকটি পরীক্ষামূলক উড়ানের পরেই যাবতীয় নিয়ম মেনেই এবার শুরু হল বিমান পরিষেবা।
advertisement
We can’t wait to finally check you in to Your Sky! #OurFirstAkasa pic.twitter.com/LHjNmZoV2q
— Akasa Air (@AkasaAir) August 7, 2022
প্রসঙ্গত, গত বছরই জানা গিয়েছিল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা নতুন এয়ারলাইন্স চালু করতে চলেছেন। আগামী ৪ বছরের মধ্যে ৭০টি বিমানের উড়ান শুরু করতে পারে তাঁর সংস্থা। এই উড়ান হবে তুলনায় সাশ্রয়ী। ভবিষ্যতে অনেক বেশি মানুষ আকাশপথে সফর করবেন। এই ভাবনা থেকেই আকাসা এয়ার-এর বাণিজ্য পরিকল্পনা।
advertisement
প্রসঙ্গত, গত দু’বছর অতিমারীর কারণে অন্যান্য নানা ব্যবসার মতোই সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে পর্যটন ব্যবসা। আর মুখ থুবড়ে পড়েছে উড়ান সংস্থাগুলিও। এই অবস্থায় নতুন উড়ান সংস্থা এনে বাজার ধরার চেষ্টায় কোনও কসুর করতে চাইছেন না শেয়ার মার্কেট জায়ান্ট রাকেশ ঝুনঝুনওয়ালা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2022 4:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Akasa Air: দেশে চালু হল Akasa Air! নতুন উড়ান সংস্থার পরিষেবা কেমন? টিকিটের দাম থেকে রুট... রইল হদিস!