হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
AJIO: প্রচুর ডিসকাউন্টে দারুণ জিনিসপত্র! শুরু হচ্ছে অ্যাজিওর ‘বিগ বোল্ড সেল’

AJIO Big Bold Sale: প্রচুর ডিসকাউন্টে দারুণ জিনিসপত্র! শুরু হচ্ছে অ্যাজিওর ‘বিগ বোল্ড সেল’

AJIO- Big Bold Sale

AJIO- Big Bold Sale

AJIO Presents India’s Hottest Fashion Sale: এই সেলে আট থেকে আশি সবার জন্যই রয়েছে জিনিসপত্র ৷ টি-শার্টস, কুর্তা, স্নিকার, জিন্স... যা চাইবেন, সবই অনেক আকর্ষণীয় দামে পেয়ে যাবেন অ্যাজিও-র এই বিগ বোল্ড সেলে ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা: ফ্যাশনপ্রেমীদের জন্য দারুণ খবর ৷ ভারতের অন্যতম বড় অনলাইন ফ্যাশন ই-রিটেলার AJIO এবার শুরু করছে বিগ বোল্ড সেল (Big Bold Sale)! ১ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যা চলবে ৫ জুলাই ২০২১ পর্যন্ত ৷ তাই আর দেরি কেন, বাজেটের মধ্যেই দুর্দান্ত সব জিনিস কিনে নিন অনলাইনেই ৷

এ বছরের সবচেয়ে বড় ফ্যাশন সেলগুলির মধ্যে অনত্যম AJIO-র এই Big Bold Sale ৷ জামাকাপড় ও অন্যান্য সামগ্রীর উপর ৫০-৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ৷ থাকছে ৬ লক্ষের বেশি ধরণের স্টাইল এবং ২৫০০-এর বেশি ব্র্যান্ডের জিনিসপত্র ৷

অনলাইনের কেনাকাটায় এ বছরের অন্যতম সবচেয়ে বড় সেল হতে চলেছে এই ‘বিগ বোল্ড সেল’ ৷ পাওয়া যাবে Nike, Puma, Adidas, Levis, United Colors Of Benetton-এর মতো আরও একাধিক নামী ব্র্যান্ডের জিনিসপত্র ৷ আর তাও অনেক বেশি ডিসকাউন্টে ৷

সোনম কাপুর, গুরু রানধাওয়া, শ্রুতি হাসান, মৌনি রায়, কাজল আগরওয়ালের মতো বলিউডের অনেক তারকারাই এই মেগা ইভেন্টের সঙ্গে যুক্ত ৷ এই সেলে আট থেকে আশি সবার জন্যই রয়েছে জিনিসপত্র ৷ টি-শার্টস, কুর্তা, স্নিকার, জিন্স... যা চাইবেন, সবই অনেক আকর্ষণীয় দামে পেয়ে যাবেন অ্যাজিও-র এই বিগ বোল্ড সেলে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: AJIO