Air India A350 Planes: ইতিমধ্যেই এসে গিয়েছে LoTA; চলতি বছর দু’টি এ৩৫০ বিমান চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া

Last Updated:

Air India to induct two A350 planes this year: চলতি বছরে দু’টি এ৩৫০ এয়ারক্র্যাফ্ট চালু করবে এয়ার ইন্ডিয়া। এর জন্য অবশ্য ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ডিজিসিএ।

ইতিমধ্যেই এসে গিয়েছে এলওটিএ; চলতি বছর দু’টি এ৩৫০ বিমান চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া
ইতিমধ্যেই এসে গিয়েছে এলওটিএ; চলতি বছর দু’টি এ৩৫০ বিমান চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া
নয়াদিল্লি: চলতি বছরে দু’টি এ৩৫০ এয়ারক্র্যাফ্ট চালু করবে এয়ার ইন্ডিয়া। এর জন্য অবশ্য ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ডিজিসিএ। আধিকারিকরা জানাচ্ছেন যে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের শেষের দিকে এই ধরনের ৬টি বিমান এসে যাবে। টাটা গ্রুপ দ্বারা পরিচালিত এয়ার ইন্ডিয়া লোকসানে রয়েছে। উড়ান বাড়ানোর পাশাপাশি তার কর্মকাণ্ড সম্প্রসারণের দিকে নজর দিচ্ছে। ফেব্রুয়ারি মাসে ৪৭০ এয়ারক্র্যাফটের অর্ডার দিয়েছিল এয়ার ইন্ডিয়া। এই তালিকায় ছিল ৪০টি এ৩৫০-৯০০/১০০০ বিমান।
আধিকারিকরা জানাচ্ছেন যে, এ৩৫০-৯০০ এবং এ৩৫০-১০০০-সহ দু’টি এ৩৫০ এয়ারক্র্যাফ্ট পরিচালনা করার জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর থেকে লেটার অফ টাইপ অ্যাকসেপটেন্স (এলওটিএ) পেয়েছে এয়ার ইন্ডিয়া। এই দু’টি বিমানই রোলস রয়েস ইঞ্জিন দ্বারা চালিত হবে। বিমান সংস্থার এক আধিকারিক জানাচ্ছেন যে, চলতি বছরে দু’টি ওয়াইড বডি বিমান চালু করবে।
advertisement
advertisement
ওই আধিকারিক আরও জানিয়েছেন যে, আগামী বছরের মার্চ মাসের শেষ দিকে মোট ৬টি এ৩৫০ বিমান থাকবে। এমনটাই আশা করছে এয়ার ইন্ডিয়া। গত বছর জানুয়ারি মাসে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেছিল টাটা গ্রুপ। বর্তমানে তাদের ১২৬টি বিমান রয়েছে। এই তালিকায় রয়েছে ৫২টি ওয়াইড বডি বোয়িং ৭৮৭ এবং ৭৭৭ বিমান।
advertisement
গত ২১ জুলাই এয়ার ইন্ডিয়ার প্রধান ক্যাম্পবেল উইলসন একটি মেসেজে জানিয়েছেন যে, পরের বছর মার্চ মাসের মধ্যে মোট ওয়াইড বডি বিমানের তৃতীয় উড়ানে থাকবে আধুনিক সিট এবং ইন-ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেম। তিনি আরও বলেন যে, এই আর্থিক বর্ষের শেষে ৬টি নতুন এ৩৫০ বিমান চলে আসবে। সেই সঙ্গে থাকবে ৫টি লিজে নেওয়া বি-৭৭২ এলআর এবং ৮টি অন্য বি-৭৭৭ ইআর। এর অর্থ হল, এক বছরের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ওয়াইড বডি বিমান প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে।
advertisement
এয়ারবাস এবং বোয়িং মিলিয়ে মোট ৪৭০টি বিমানের বরাত দিয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ারবাসের বরাতের মধ্যে রয়েছে ২১০টি এ৩২০/৩২১ এবং ৪০টি এ৩৫০-৯০০/১০০০। আর বোয়িংয়ের বরাতের মধ্যে রয়েছে ১৯০টি ৭৩৭-ম্যাক্স, ২০টি ৭৮৭ এবং ১০টি ৭৭৭।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air India A350 Planes: ইতিমধ্যেই এসে গিয়েছে LoTA; চলতি বছর দু’টি এ৩৫০ বিমান চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement