Air India: ঢেলে সাজানোর উদ্যোগ, আগামী ৫ বছরে Air India- জন্য দুশোর বেশি বিমান কেনার পরিকল্পনা TATA-র!

Last Updated:

Air India: যদি এয়ার ইন্ডিয়া নতুন করে বিমান কেনার জন্য অর্ডার দেয়, তবে এটা হবে ২০০৬ সালের পর বেসরকারি এয়ারলাইন দ্বারা প্রথম বিমানের অর্ডার।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়া (Air India) আগামী পাঁচ বছরে তাদের বিমান সংখ্যা দুশোর বেশি করার পরিকল্পনা করছে। এয়ার ইন্ডিয়ার একটি সূত্র বলেছে, “হাতে আর সময় নেই। এয়ারলাইনকে সত্যিই দ্রুত বাড়তে হবে।” ওই সূত্র আরও যোগ করেছেন, “মোট অর্ডার দেওয়া বিমানগুলির ৭০ শতাংশ ন্যারো বডি (Narrowbodied Planes) হবে। বাকি ৩০ শতাংশ হবে ওয়াইড বডির (Widebodies Planes) বিমান। আমরা এয়ারবাস (Airbus) এবং বোয়িং (Boeing) উভয়ের সঙ্গেই কথা বলছি। কিন্তু বোয়িংয়ের সরবরাহে দেরি হয়।”
কয়েকদিন আগে এয়ারবাসের বাণিজ্যিক বিভাগের প্রধান ক্রিশ্চিয়ান শেরার (Christian Scherer) বলেছিলেন যে টাটা গ্রুপের অধীনে পুনর্গঠিত হচ্ছে এয়ার ইন্ডিয়া এবং নতুন বিমান দিয়ে তার বহর বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। জানা গিয়েছে, এয়ারবাস A350 (Airbus A350) ওয়াইড-বডি বিমান কেনার কথা বিবেচনা করছে এয়ার ইন্ডিয়া। যদি এয়ার ইন্ডিয়া নতুন করে বিমান কেনার জন্য অর্ডার দেয়, তবে এটা হবে ২০০৬ সালের পর বেসরকারি এয়ারলাইন দ্বারা প্রথম বিমানের অর্ডার। এছাড়াও A350 অর্ডার করার জন্য প্রথম ভারতীয় বিমান সংস্থায় পরিণত হবে এয়ার ইন্ডিয়া। এয়ারবাসের এই মডেলটি জনপ্রিয়তা অর্জন করছে তার জ্বালানি সাশ্রয়ের কারণে।
advertisement
advertisement
এলফিসার ক্রিশ্চিয়ান শেরার বলেছিলেন, “এয়ার ইন্ডিয়া স্পষ্টতই টাটাদের (Tata Group) সক্ষম নেতৃত্বের অধীনে নিজেকে পুনর্গঠিত করছে। তাই এটা খুবই স্বাভাবিক যে তারা আন্তর্জাতিক বাজার দখল করতে চাইবে। তাই নতুন বহর এবং বিনিয়োগের কথাও ভাবছে তারা।" শেরার বলেছেন যে তিনি বিমানের অর্ডার নিয়ে এয়ার ইন্ডিয়া ও টাটার সঙ্গে আলোচনার বিষয়ে মন্তব্য করতে পারবেন না। যদিও সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার জন্য নতুন বিমান কেনা নিয়ে গত ছয় মাস ধরে টাটাদের সঙ্গে আলোচনা চলছে শেরার ও তাঁর দলের। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন (Natarajan Chandrasekaran) ফ্রান্সের তুলুসে এয়ারবাসের সদর দফতর এবং জার্মানির হামবুর্গে মূল উৎপাদন কেন্দ্রে বেশ কয়েকটি বৈঠকও করেছেন।
advertisement
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে একটি প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়ার পরে সরকারের কাছ থেকে লোকসানে থাকা এয়ার ইন্ডিয়া কিনে নেয় টাটা গোষ্ঠী।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air India: ঢেলে সাজানোর উদ্যোগ, আগামী ৫ বছরে Air India- জন্য দুশোর বেশি বিমান কেনার পরিকল্পনা TATA-র!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement