Yellow Watermelon Farming: পেশায় শিক্ষক আর নেশায়... হলুদ তরমুজেই লালে লাল রূপম পাল! আপনিও এমন চান?

Last Updated:

Yellow Watermelon Farming: কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার এক ব্যক্তি হলুদ তরমুজ চাষ করে চমকে দিয়েছেন।

+
হলুদ

হলুদ তরমুজ

কোচবিহার: তরমুজের নাম শুনলেই প্রথমত আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাইরে সবুজ ও ভিতরে টুকটুকে লাল রঙের সুন্দর একটি ফল। স্বাদে ও গুণে অপূর্ব খেতে এই ফল প্রত্যেকটি মানুষের পছন্দের তালিকায় থাকে। তবে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার এক ব্যক্তি হলুদ তরমুজ চাষ করেছেন।
পেশায় শিক্ষক এবং নেশায় চাষি এই ব্যক্তি প্রতিনিয়ত নিত্যনতুন ধরনের ফসল চাষ করে তাক লাগিয়ে চলেছেন কোচবিহারের মানুষদের। নিত্যনতুন ধরনের ফসল চাষের মাধ্যমে চাষিরা যে আর্থিক লাভের সম্মুখীন হতে পারবেন তা তিনি প্রমাণ করে দিচ্ছেন। এখনও পর্যন্ত বহু প্রজাতির ফসল চাষ করেছেন। তবে এবার হলুদ তরমুজ চাষে চাষিদের নতুন দিশা দেখাচ্ছেন তিনি।
advertisement
আরও পড়ুন: অফিসের অবসরে বেড়াতে গিয়েই সব শেষ, সিকিমে তুষারধসে সৌরভের মৃত্যু! চোখের জলে বিদায়...
তুফানগঞ্জের এই বাসিন্দা রূপম পাল জানাচ্ছেন, "শিক্ষাগতার পাশাপাশি চাষাবাদ করা তাঁর একটি নেশা। নিত্যনতুন চাষাবাদের প্রতি আগ্রহশীল করে তুলতেই তাঁর এই প্রচেষ্টা। এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের ফসল চাষ করেছেন তিনি। তাঁর দেখাদেখি প্রচুর কৃষক এই ধরনের ফসল চাষে আগ্রহশীল হয়ে উঠেছেন। তবে এবার তিনি হলুদ তরমুজ চাষ করেছেন তাঁর জমিতে। মোট এক বিঘা জমিতে তিনি চাষ করেছেন এই হলুদ তরমুজ। এই তরমুজ দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু। এছাড়াও যে সকল চাষিরা নিত্যনতুন ফসল চাষে আগ্রহী। তাঁরা এই নতুন ধরনের ফসল চাষ করে নিজেদের আয়ের পরিমাণ বাড়াতে পারবেন। সাধারণ তরমুজের চাইতে এই তরমুজ অনেকটাই বেশি দামে বিক্রি করা সম্ভব।"
advertisement
advertisement
আরও পড়ুন: মাছের স্বপ্ন দেখলে কী হয়? জীবন বদলে যেতে পারে নিমেষে! জানুন
তবে একটা কথা বলা সম্ভব এই হলুদ তরমুজ উত্তরবঙ্গের বুকে সম্ভবত প্রথম কোনও ব্যক্তি চাষ করলেন। পশ্চিমবঙ্গের অন্য জায়গায় হলুদ তরমুজের চাষ প্রচলিত থাকলেও। উত্তরবঙ্গের বুকে এখনও পর্যন্ত এই হলুদ তরমুজ চাষ প্রচলিত হয়ে ওঠেনি। এই তরমুজের মধ্যে নানান গুণাগুণ রয়েছে। এছাড়াও এই তরমুজ দেখতেও সাধারণ তরমুজের থেকে অনেকটাই আলাদা।
advertisement
বাজারে এই তরমুজের বেশ অনেকটাই চাহিদা দেখতে পারা যায়। যে সকল কৃষকেরা নিত্য নতুন ফসল চাষে আগ্রহী রয়েছেন। তারা এই হলুদ তরমুজ চাষ করার মাধ্যমে অনেকটাই বেশি আর্থিক মুনাফা ঘরে তুলতে পারবেন। বর্তমান সময়ে বহু আগ্রহী কৃষক এই শিক্ষকের কাছে হলুদ তরমুজ চাষের পরামর্শ নিতে আসছেন।
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Yellow Watermelon Farming: পেশায় শিক্ষক আর নেশায়... হলুদ তরমুজেই লালে লাল রূপম পাল! আপনিও এমন চান?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement