South 24 Parganas News : সুন্দরবনে রঙিন মাছ চাষের প্রশিক্ষণ! আয়ের নতুন দিশা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas News: সুন্দরবনের রঙিন মাছ চাষিদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন!
দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবনের রঙিন মাছ চাষিদের মাছ চাষে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে রঙিন মাছ চাষের প্রশিক্ষণ।জয়নগরের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে। সুন্দরবনে পিছিয়ে পড়া যুবক-যুবতীদের যাতে রঙিন মাছ চাষ করে তারা আয়ের দিশা দেখতে পায়। আর এই বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয় সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আগত মাছ চাষিদের।
প্রশিক্ষন দেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ ডা: প্রশান্ত চট্টোপাধ্যায়। তিনি এদিন বলেন, রঙিন মাছ চাষে সমস্যা ও সমাধান কী ভাবে করা হবে সে বিষয়ে চাষিদের সহায়তা করা হয়। পাশাপাশি প্রশিক্ষকদের এদিন হাতে কলমে মাছের উপর চিকিৎসা করে দেখানো হয়।
advertisement
advertisement
সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে মাছ চাষিরা তারা বিভিন্ন রকমের মাছ চাষ করে ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং বিভিন্ন কারণে এই ব্যবসা করে সমস্যায় পড়তে হচ্ছে সেই সমস্ত চাষিদের যারা যাতে নিজেরা স্বাবলম্বীর পাশাপাশি উপার্জন করতে পারে। সেই দিক টার উপরে বিশেষ নজর দেয়া হয়েছে। মূলত ও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই রঙিন মাছ চাষ করে মাছ চাষিরা লাভবান হচ্ছে। যাতে এই সুন্দর মনের কৃষকরা এই রঙিনমাছ চাষ করে তারা অধিক মূল্য লাভ করতে পারে তার উপরেই মূলত প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2023 7:45 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
South 24 Parganas News : সুন্দরবনে রঙিন মাছ চাষের প্রশিক্ষণ! আয়ের নতুন দিশা