Success Story : ব্যাঙ্কের চাকরি ছেড়ে চাষ, কপিলের রোজগার এখন আগের থেকে দেড়গুণ বেশি, কীভাবে সাফল্য এল জানুন
- Published by:Teesta Barman
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Success Story : সোনিপতের বাসিন্দা কপিল এক সময় চাকরি করতেন। করোনা অতিমারির সময়ই সেই চাকরি ছেড়ে দেন তিনি। শুরু করেন চাষাবাদ।
সোনিপত: ক্রমশ বদলাচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি। কর্মসংস্থানের সুযোগ কমছে। একই সঙ্গে বাড়ছে চাকরির প্রতি অনীহাও। বিকল্প হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন অর্থকরী ফসলের চাষকে। হরিয়ানার সোনিপতের এক যুবকও সেই পথই বেছে নিয়েছেন। আর তাতেই লাভ করছেন দেদার।
সোনিপতের বাসিন্দা কপিল এক সময় চাকরি করতেন। করোনা অতিমারীর সময়ই সেই চাকরি ছেড়ে দেন তিনি। শুরু করেন চাষাবাদ। নিজেদের জমিতে পেয়ারা ও লেবুর চাষ শুরু করেন। তাই থেকে যে পরিমাণ আয় এখন তাঁর হচ্ছে তা চাকরির করে পাওয়া অর্থের দেড়গুণ।
advertisement
advertisement
বিকল্প চাষে আয় বাড়ছে। করোনার অতিমারীর পর স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে মানুষ। বিশেষ করে অর্গানিক সবজি ও ফলের প্রতি আকর্ষণ বাড়ছে। করোনার পর অনেকের চাকরি ও ব্যবসার পরিস্থিতি খারাপ হয়েছে। হরিয়ানার সোনিপত জেলার একটি ছোট গ্রামের যুবক কপিলও সময়ের চাহিদা মেনে নিয়ে জৈব সবজি ও ফল চাষ শুরু করেন। যা তাঁকে ভাল আয়ের সন্ধান দিয়েছে।
advertisement
সোনিপত জেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা কপিল এক সময় ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতেন। করোনার সময় তাঁকে গুজরাতে বদলি করে দেওয়া হয়। কিন্তু পরিবারের কথা ভেবে তিনি গুজরাত যেতে রাজি ছিলেন না। তাই চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নেন। জীবিকা হিসেবে বেছে নেন কৃষিকাজকে।
কপিল তাঁর গ্রাম শাহজাদপুরের জমিতে একটি জৈব চাষ শুরু করেন। লেবু ও পেয়ারার বাগান করেন। সেখানেই কপিল ৮টি জাতের পেয়ারা ফলিয়েছেন। তাইওয়ানের পেয়ারার সঙ্গে পাল্লা দিচ্ছে সেই পেয়ারা।
advertisement
ব্যাঙ্কের অফিসার থেকে কৃষক হওয়া কপিল বলেন, ‘চাকরি ছেড়ে খামারে পেয়ারা চাষের কথা ভেবেছিলাম। আচার্য দেবব্রতের প্রশিক্ষণ কেন্দ্রে জৈব চাষের প্রশিক্ষণ নিয়েছি। এরপরই জৈব পদ্ধতিতে বিভিন্ন ধরনের পেয়ারা ও লেবুর চাষ শুরু করেছি।’
এই পেয়ারা আর লেবু থেকেই লক্ষ লক্ষ টাকা লাভ করছেন কপিল। হিসেব বলছে ব্যাঙ্কের কাজ করে যা বেতন পেতেন তার কয়েকগুণ রোজগার হচ্ছে এখন তাঁর।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2023 2:44 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story : ব্যাঙ্কের চাকরি ছেড়ে চাষ, কপিলের রোজগার এখন আগের থেকে দেড়গুণ বেশি, কীভাবে সাফল্য এল জানুন