হোম /খবর /হাওড়া /
ন্যূনতম সময়ে ৩ বার ফলন, মাশরুম চাষে ব্যাপক লাভ, সংসারের হাল ধরছেন মহিলারা

Mushroom| New Business Idea|| ন্যূনতম সময়ে ৩ বার ফলন, মাশরুম চাষে ব্যাপক লাভ, সংসারের হাল ধরছেন মহিলারা

X
Mushroom [object Object]

Mushroom Cultivation, New Business Idea: মাশরুম চাষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আশার আলো দেখছেন। এক বছর আগে মাশরুম চাষের প্রশিক্ষণ নেওয়া, তারপর সেই মতোই চাষ শুরু হয়, তাতেই আশার আলো দেখছেন মহিলারা।  

  • Share this:

হাওড়া: মাশরুম চাষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আশার আলো দেখছেন। এক বছর আগে মাশরুম চাষের প্রশিক্ষণ নেওয়া। তারপর প্রশিক্ষণ মতোই চাষ শুরু। সরকারি সহযোগিতায় অল্প পরিমাণ চাষ শুরু হয়। এক বছরে সেই চাষ থেকে লাভও বেশ ভালই হয়েছে। বছর শেষে আরও বেশি করে চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মহিলাদের খামারে তৈরি হওয়া মাশরুম বেশ চাহিদা এলাকায়। তাঁরা জানায়, এক একটি প্যাকেট বল থেকে তিন বার ফসল পাওয়া যায়। তিন বাড়ে মোট দেড় কেজি থেকে দু-কেজি মাশরুম পাওয়া যায়।

মাশরুমের উপকারিতা গুণ দেখে চাহিদা বেশ ভাল। সেই সঙ্গে মাশরুমের অগ্রিম চাহিদা রয়েছে। রেডি বল বিক্রিও হচ্ছে। অনেকই প্রশিক্ষণ না নিয়েই বল নিচ্ছেন। সেই বলে নিয়ম মতো জল দেওয়া, অল্প পরিচর্চা করে মাশরুম পাওয়া যাবে বাড়িতে বসে। তার জেরেই অনেকই এই মাশরুম ব্রিজ দেওয়া প্যাকেট বল নিতে আগ্রহ দেখাচ্ছেন। সব মিলিয়ে বাড়ির কাছাকাছি উৎপাদিত মাশরুম তা চাহিদার সঙ্গে কিনছেন মানুষ।

আরও পড়ুনঃ গন্ধে প্রাণ যায়, সেই সিদল শুঁটকির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা, হুড়মুড়িয়ে বাড়ছে ব্যাঙ্ক ব্যালেন্স

প্রশিক্ষণ শেষে প্রথম পর্যায়ে ৪০ প্যাকেট বল চাষ করা হয়েছিল। পরবর্তীকালে তা আরও বাড়ানো হয়েছে। মহিলারা জানান, নিখুঁত পদ্ধতি মেনে চাষ করলে লভ্যাংশ বেশি পাওয়া যাবে। যদিও আমরাও চাষের থেকে পাওয়া টাকা পুরোটাই আবার বেশি করে চাষ করার কাজে লাগাচ্ছি। যাতে আরও বেশি লাভের পরিমাণ পাওয়া যায়। মহিলারা সকলেই বেশ মনোযোগী আট জন মিলে ভাগ করে পরিচর্চার কাজ করছেন।

নিয়মাবলী: নিয়ম মতো খড় ছোট ছোট করে টুকরো কেটে তা একদিন জলে ভেজানোর পর (বিকাল থেকে পরদিন সকাল দশ'টা)। সে গুলিকে জল ঝড়িয়ে মেলে দেওয়া। তার পর খড়ে চুন ও ব্যবিস্টন পাউডার মেশানো পরে সেগুলি পলি প্যাকেটে ধাপে ধাপে খড় এবং দানা মেশানো। তারপর নিয়মমতো প্যাকেটে ছিদ্র করে অন্ধকার ঘরে ঝুলিয়ে রাখা। তারপর ২১ দিন পর ব্রিজ থেকে মাশরুম ফোটা শুরু। প্রায় এক সপ্তাহে সময় অপেক্ষা পূর্ণাঙ্গ মাশরুম পেতে।

আরও পড়ুনঃ সাদা নয়, লাল বক ফুলে মজেছে অশোকনগর, গুণ জানলে অবাক হবেন

এ ভাবে একটি প্যাকেট থেকে তিনবার ফলন পাওয়া যায়। প্রতিদিন ৩-৪ বার জল স্পে করা প্রয়োজন। অন্ধকারাচ্ছন্ন ঘরে মশা, মাছি যাতে কোনওভাবেই প্রবেশ না করে, তার লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি সন্ধ্যার সময় হাওয়া বাতাস খেলার ব্যবস্থা রাখতে হবে। শীতকালে ফলন সবচেয়ে ভাল পাওয়া যায়। গরমকালে তুলনামূলক কম হলেও ফলন হয়। কোনও কারণে কোনও বলে মশা, মাছি বা কোনও পোকামাকড় সংক্রমিত হলে,  সেই প্যাকেট বলকে দ্রুত সরিয়ে ফেলতে হয় সেখান থেকে। কারণ ওই সংক্রমিত বল থেকে অন্য বলে সংক্রমণ ছড়িয়ে ক্ষতি হতে পারে।

মাশরুম ঘরে সহজে আলো যাতে না প্রবেশ করে তার জন্য পর্দার ব্যবস্থা। নিয়ম মেনে চাষ করলে লাভের পরিমাণ ভালো মিলতে পারে বলেই জানান পাঁচলা গঙ্গাধরপুরের শনিবার গোষ্ঠীর মাশরুম চাষ করা মহিলারা।

রাকেশ মাইতি

Published by:Shubhagata Dey
First published:

Tags: Agriculture News, Howrah, New Business Idea