Farming News: ২ টাকায় চারা গাছ, লক্ষ টাকা রোজগারের সুযোগ দিচ্ছে বিহারের রাজ্য সরকার

Last Updated:

Farming News: প্রকৃতপক্ষে, বিহারের উদ্যানপালন বিভাগ পেঁপে চাষ জনপ্রিয় করতে বিশেষ প্রচার শুরু করেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মাত্র ২ টাকার একটি চারা রোপণ করে বহুগুণ লাভ করা যেতে পারে— এমন কথা কি সত্যিই কেউ ভেবে দেখেছেন! শুনতে যতই অদ্ভুত লাগুক, কথাটা একেবারে সত্যি। কথা হচ্ছে পেঁপে গাছের। এই গাছে চারা কিনতে পাওয়া যাচ্ছে মাত্র ২ টাকায়। আর তা থেকে লাভ করা যায় প্রচুর।
প্রকৃতপক্ষে, বিহারের উদ্যানপালন বিভাগ পেঁপে চাষ জনপ্রিয় করতে বিশেষ প্রচার শুরু করেছে। পেঁপে চাষ করে কৃষকরা ভাল মুনাফা অর্জন করতে পারেন বলে অধিদফতরের কর্তারা মনে করছেন। কৃষকদের উৎসাহিত করতে রাজ্য সরকার পেঁপে চাষে ৭৫ শতাংশ ভর্তুকিও দিচ্ছে।
এক একরে এক হাজার গাছ—
advertisement
উদ্যানপালন আধিকারিক কিরণ ভারতী জানান, মাধেপুরা জেলায় পেঁপে চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে জেলার উদকিশনগঞ্জ মহকুমার অন্তর্গত আলমনগর ও চৌসা ব্লকে এই চাষ করা হচ্ছে। এলাকার কৃষকরা লাভও পাচ্ছেন। জেলার কৃষক যাঁরা পেঁপে চাষ করতে চান তাঁদের উদ্যানপালন বিভাগ থেকে এক একরে ১০০০ চারা দেওয়া হচ্ছে।
advertisement
এর উপর তাঁরা ৭৫ শতাংশ অনুদানও পাবেন। তিনি জানান, এই এলাকায় ‘রেড লেডি’ জাতের পেঁপে চাষ করা হয়েছে। তবে তাইওয়ান জাতেরও চাষ করা যায় এই এলাকায়। ‘রেড লেডি’ জাতের ফল সব থেকে কম সময়ে সব থেকে বেশি ফল দিতে পারে। একটি গাছ থেকে ৩০ থেকে ৪০ কিলোগ্রাম ফল পাওয়া যায়।
advertisement
জানা গিয়েছে, উদ্যানপালন বিভাগ প্রথমে চারা প্রতি ৬ টাকা ৫০ পয়সা দাম টাকা নেয়। কিন্তু এক বছর পর ওই কৃষকের অ্যাকাউন্টে ৪ টাকা ৫০ পয়সা ভর্তুকি দেওয়া হয়।
অনলাইনে আবেদন—
সংশ্লিষ্ট আধিকারিক জানান, এই প্রকল্পটি মুখ্যমন্ত্রীর উদ্যানপালন মিশনের অধীনে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের সুবিধা নিতে, যে কোনও কৃষক উদ্যানপালন বিভাগের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। এছাড়াও যাঁরা নিবন্ধিত কৃষক তাঁরা কিষাণ ভবন বা তাঁদের আশপাশের CSC থেকে অনলাইনে আবেদন করতে পারেন।
advertisement
আবেদনের জন্য জমির নথি, রশিদ এবং কৃষকের রেজিস্ট্রেশন নম্বর-সহ আধার কার্ডের একটি অনুলিপি জমা দিতে হবে। অনলাইনে আবেদন পাওয়ার পর আবেদন যাচাই করে দেখা হবে। তারপর অধিদফতর থেকে চাহিদা অনুযায়ী চারা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Farming News: ২ টাকায় চারা গাছ, লক্ষ টাকা রোজগারের সুযোগ দিচ্ছে বিহারের রাজ্য সরকার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement