Kolkata High Court | Oath Ceremony: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম, অনুষ্ঠানে মমতা-শুভেন্দু

Last Updated:

৩১ মার্চ ২০২৩ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। তারপরে, আজ, ১১ মে ২০২৩, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথগ্রহণ।

কলকাতা: আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম৷ বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাত ধরে প্রধান বিচারপতি পদে শপথ নেন তিনি।
২০০০ সালে অটলবিহারী বাজপেয়ী সরকারের সময়ে কেন্দ্রীয় সরকারের জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে দায়িত্ব সামলেছেন বিচারপতি শিবাজ্ঞনম। ২০০৯ সালের ৩১ মার্চ প্রথম মাদ্রাস হাইকোর্টের বিচারপতি হন৷ ২০২১ সালের অক্টোবর মাসে বিচারপতি পদে বদলি হয়ে আসেন কলকাতা হাইকোর্টে।
advertisement
advertisement
আরও পড়ুন: রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’! কেন বিজেপি ‘বহিরাগত’, ব্যাখ্যা কুণাল ঘোষের
গত ৩১ মার্চ ২০২৩ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বভার তুলে নেন কাঁধে। তারপরে, আজ, ১১ মে ২০২৩, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথগ্রহণ।
এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের ১ নম্বর কোর্ট রুমে। এটিই প্রধান বিচারপতির এজলাস। সকাল পৌনে ১১টা নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১১টা বেজে ১ মিনিটে শেষ হয় প্রধান বিচারপতির শপথবাক্য় পাঠ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata High Court | Oath Ceremony: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম, অনুষ্ঠানে মমতা-শুভেন্দু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement