Agriculture: যেমন তেমন ধান নয়, এই বিশেষ ধান চাষ করেই মালামাল কৃষকরা!
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
বহু কৃষক বেশি লাভের আশায় বিকল্প চাষের দিকে ঝুঁকছেন। ধানে চাষের এই মরশুমে অনেক কৃষক সুগন্ধি ধান চাষে ব্যাপক আগ্রহী হয়েছেন। খরচ বেশি হলেও লাভের আশা দেখছেন তারা।
পশ্চিম বর্ধমান: আগের তুলনায় কৃষিকাজে ঝুঁকি বেড়েছে অনেকটা। আবার কৃষিকাজে খরচও বেড়েছে। কিন্তু অনেক সময় কৃষকরা প্রচুর পরিশ্রম করেও সঠিক লাভ পাচ্ছেন না। তাই বহু কৃষক বেশি লাভের আশায় বিকল্প চাষের দিকে ঝুঁকছেন। ধানে চাষের এই মরশুমে অনেক কৃষক সুগন্ধি ধান চাষে ব্যাপক আগ্রহী হয়েছেন। খরচ বেশি হলেও লাভের আশা দেখছেন তারা।
কৃষকরা বলছেন, জেলায় সাধারণ ধান চাষের দিকেই কৃষকরা এতদিন মনোযোগ দিয়ে এসেছেন। কিন্তু সঠিক দাম না পাওয়ার কারণে লাভের পরিমাণ কমেছে। অথচ সুগন্ধি চালের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। দামও পাওয়া যায় ভাল। সেজন্য এখন অনেক কৃষক এই সুগন্ধি ধান চাষের দিকে মনোযোগ দিয়েছেন। সাধারণ ধান চাষের মত প্রায় একই পদ্ধতি সুগন্ধি ধান চাষেরও। কিন্তু কীটনাশকের খরচ এখানে বেশি।
advertisement
advertisement
চলতি বছরে গোবিন্দভোগ ধানের চাষ করেছেন শেখ স্বপন। তিনি প্রায় ৪৫ বিঘা জমিতে এই ধান চাষ করেছেন। তিনি জানিয়েছেন, সাধারণ ধান চাষের মত পদ্ধতি হলেও এখানে ফসলের উপর নজরদারি বেশি চালাতে হয়। রক্ষণাবেক্ষণ করতে হয়। কীটনাশক ব্যবহার করতে হয় সময়ে এবং সঠিক পরিমাণে। তাছাড়াও যে কীটনাশকগুলি ব্যবহার করা হয়, তার দাম অনেক বেশি। কিন্তু ফলন ভাল হলে পরিশ্রম এবং খরচ দু’দিক থেকেই লাভবান হন তারা।
advertisement
আরও পড়ুন: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই জেলার কৃষকদের অন্যরকম কৃষি কাজের দিকে মনোযোগ দিতে দেখা যাচ্ছে। কেউ আলু চাষের সময় সূর্যমুখী বা বিভিন্ন মরশুমী সবজি চাষ করছেন। তা বাজারজাত করে ভাল লাভের মুখ দেখছেন। আবার অন্যরকম ধান চাষের দিকেও তারা ব্যাপকভাবে আগ্রহী। সবমিলিয়ে জেলার বিভিন্ন প্রান্তিক এলাকাগুলির কৃষকদের বিকল্প চাষের মাধ্যমে বেশি লাভ খুঁজে নিতে ঝোঁক দেখা যাচ্ছে।
advertisement
নয়ন ঘোষ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2024 4:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Agriculture: যেমন তেমন ধান নয়, এই বিশেষ ধান চাষ করেই মালামাল কৃষকরা!