Purulia News: মুগ ডাল চাষ করে বিকল্প আয়, পথ দেখাচ্ছেন পুরুলিয়ার কৃষকরা, রইল ভিডিও
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Purulia News: বিকল্প চাষের উদ্যোগ নিয়ে পুরুলিয়া পুঞ্চা ব্লকের রমাইডি গ্রামের বেশ কিছু চাষী পরিবার মুগ ডাল চাষে উদ্যোগী হয়েছেন। এই প্রথমবার তারা নিজেদের জমিতে মুগ ডালের চাষ করেছেন। ফলনও বেশ ভাল হয়েছে।
পুরুলিয়া: পুরুলিয়ায় প্রায় সর্বত্রই এক ফসলী জমি। তাই কৃষকরা সদা সর্বদাই সচেষ্ট থাকেন বিকল্প চাষ করার জন্য। বহু ক্ষেত্রে কৃষি দফতর থেকেও কৃষকদের বিকল্প চাষের পথ দেখানো হয়। আবার কখনও, কখনও চাষিরা নিজ উদ্যোগে বিকল্প চাষের পথ খুঁজে নেন। আর এই বিকল্প চাষের উদ্যোগ নিয়ে পুরুলিয়া পুঞ্চা ব্লকের রমাইডি গ্রামের বেশ কিছু চাষী পরিবার মুগ ডাল চাষে উদ্যোগী হয়েছেন। এই প্রথমবার তারা নিজেদের জমিতে মুগ ডালের চাষ করেছেন। ফলনও বেশ ভাল হয়েছে।
এমন চাষ করতে পেরে খুশি কৃষকরা। এ বিষয়ে কৃষকরা বলেন,”কৃষি দপ্তরের সাহায্য ছাড়াই একেবারেই নিজ উদ্যোগে তারা নিজেদের জমিতে মুগ ডালের বীজ বপন করেছিলেন। কয়েক মাসের মধ্যেই যথেষ্টই ভাল ফলন হয়েছে। তবে যদি বৃষ্টির দেখা পাওয়া যেত তাহলে তাদের ফলন আরও অনেকটাই ভাল হত।” তারা আশা করছে এই মুগ ডাল বিক্রি করে লাভের মুখ দেখতে পারবেন। বিকল্প চাষ করে তারা কিছুটা হলেও উপকৃত হবেন বলে আশা রাখছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Exclusive: সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কুলের জমি দখলের চেষ্টা, হুমকি নিরাপত্তারক্ষীদের, থানায় অভিযোগ দায়ের
লাল মাটির জেলা পুরুলিয়া। রুক্ষ শুষ্ক হওয়ার কারণে এই জেলার বেশিরভাগ জমি এক ফসলী। জমিতে একবার ফলন হওয়ার ফলে কৃষি কাজের উপর যাদের জীবন জীবিকা নির্বাহ করে সেই সকল চাষীদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই অনেকেই বিকল্প চাষের পথ খুঁজে নেন জীবন জীবিকা নির্বাহ করার জন্য। তেমনি পুরুলিয়ার পুঞ্চা ব্লকের রমাইডি গ্রামের চাষিরা মুগ ডাল চাষ করে বিকল্প আয়ের রাস্তা খুঁজে পেয়েছেন। আগামী দিনে আরও অনেকেই এই ধরনের চাষ করে বিকল্প অর্থ উপায়ে যোগান করবে বলে মনে করা হচ্ছে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 10:33 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Purulia News: মুগ ডাল চাষ করে বিকল্প আয়, পথ দেখাচ্ছেন পুরুলিয়ার কৃষকরা, রইল ভিডিও