North Dinajpur News: ছ মাসেই লাখপতি! এই সবজি চাষ করেই আয়ের নতুন দিশা দেখাচ্ছেন চাষি

Last Updated:

দেড় বিঘা জমিতেই বাজিমাত সন্তোষ বাবুর। মাত্র ছয় মাসেই লাখপতি হলেন কিভাবে দেখুন

+
ছ

ছ মাসেই লাখপতি! এই সবজি চাষ করেই আয়ের নতুন দিশা দেখাচ্ছেন চাষি

কালিয়াগঞ্জ: দেড় বিঘা জমিতেই বাজিমাত সন্তোষ বাবুর। মাত্র ছয় মাসেই লাখপতি হলেন কিভাবে দেখুন। বাঙালিরা বরাবরই ভোজন প্রিয়। সেই বাঙ্গালীদের পাতে যদি একটু গরম কালে করলা থাকে তাহলে তো কোনও কথাই নেই সে যতই তেতো হোক না কেন। এবার সেই তেতো করলা চাষ করে গ্রামের হিরো সন্তোষ বাবু হয়ে গিয়েছেন লাখপতি ।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মনোহরপুর  গ্রামের বাসিন্দা সন্তোষ দেবশর্মা করলা চাষ করেই এখন ভাল আয়ের মুখ দেখছেন। তার সফলতা দেখে এখন অন্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন করলা চাষে। সন্তোষ দেবশর্মার উৎপাদিত করলা এখন কালিয়াগঞ্জ ছাড়িয়ে চলে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মনোহরপুর গ্রামের অধিকাংশ পরিবার কৃষির উপর নির্ভরশীল। তাই সারা বছর এই গ্রামে উৎপাদিত হয় নানা জাতের সবজি।
advertisement
advertisement
তবে এবার অধিক ফলনশীল ও আকর্ষণীয় হাইব্রিড করলা “তেরো পনেরো” চাষে চমক সৃষ্টি করেছেন মনোহরপুরের বাসিন্দা কৃষক সন্তোষ দেবশর্মা। করলা, তেতো হলেও চাষে ফলন ও দাম ভাল পাওয়ায় খুশি সন্তোষ দেবশর্মা। জানা যায়, করলা চাষে বেশি ফলনের পাশাপাশি ব্যয়ও অপেক্ষাকৃত কম। তাই অল্প সময়ে বেশি লাভের কারণে করলা চাষে লক্ষ টাকা উপার্জন করছেন সন্তোষ বাবু।
advertisement
কৃষক সন্তোষ দেবশর্মা জানান, মাঘ ও অগ্রহায়ণ মাসে তার দেড় বিঘা জমিতে তিনি করলা আবাদ করেছিলেন। খরচ পড়েছিল প্রায় ১৫হাজার টাকা। এবার করলার দাম ভাল ও ফলনও বেশি। তাই করলা চাষে ভাল লাভ হয়েছে সন্তোষ বাবুর।
advertisement
জানা যায়, এবছর পাইকারি বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে করলা বিক্রি হচ্ছে। আর খুচরো বাজারে ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে। কৃষক সন্তোষ দেবশর্মা আরও জানান যে এই অর্থ বছরে আমরা আশা করছি যে, ১ লাখ টাকার উপরে করলা বিক্রি করবো। সন্তোষ বাবুর দেখাদেখি এলাকার অন্যান্য কৃষকরাও করলা চাষে আগ্রহী হচ্ছেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North Dinajpur News: ছ মাসেই লাখপতি! এই সবজি চাষ করেই আয়ের নতুন দিশা দেখাচ্ছেন চাষি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement