North 24 Parganas News: ছাদেই ফুটেছে পদ্ম! শোভা বৃদ্ধির পাশাপাশি হচ্ছে প্রচুর লাভ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
ছাদ বাগানে রংবিহারী পদ্ম চাষ করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন স্কুল শিক্ষক।
বসিরহাটঃ ছাদ বাগানে রংবিহারী পদ্ম চাষ করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন স্কুল শিক্ষক। প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা শখ থাকে। কিন্তু শখ যদি পেশাতে পরিণত হয়ে যায় তাহলে কেমন হয়! আজ ঠিক এমনই এক ব্যক্তির কথা জানাব।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের খোলাপোতার এক স্কুল শিক্ষক শখের বসে ছাদ বাগানে বিভিন্ন রং বাহারি ফুলের গাছের পাশাপাশি পদ্মের টিউব বসান, কারণ তিনি শৈশব থেকেই বাগান করতে খুব পছন্দ করতেন। এভাবে তার শখকে পেশায় পরিণত করে তিনি পদ্ম গাছের চারা চাষ শুরু করেন। পদ্মের ভাল বৃদ্ধি ও ফলন দেখে বহুল পরিমাণে বংশবিস্তারের মাধ্যমে সেটি বিক্রি করে প্রচুর টাকা রোজগার শুরু করেন তিনি।
advertisement
advertisement
ছাদ বাগানে প্রায় ৫০ প্রকারের পদ্মের চাষ করেছেন যার রংবাহারি শোভায় আলাদা মাত্রা দিয়েছে ছাদ বাগানকে । পাশাপাশি আলাদাভাবে করে বাড়ির পাশে বাগানও গড়ে তুলেছেন জয়দেব বাবু। গাছে ফুল ফোটা শুরু হলে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন।
advertisement
যেখান থেকে তিনি পদ্ম গাছের অর্ডার পেতে শুরু করে। কেউ আবার বাড়িতে এসেই পদ্মের খোঁজ নেন। এই পদ্ম গাছ তিনি অনলাইনের মাধ্যমে বিক্রিও করেন। এভাবেই শখের বসে পদ্ম চাষকে পেশায় পরিণত করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন জয়দেব বাবু।
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 6:51 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North 24 Parganas News: ছাদেই ফুটেছে পদ্ম! শোভা বৃদ্ধির পাশাপাশি হচ্ছে প্রচুর লাভ