North 24 Parganas News: নিউটাউনের রাস্তায় রোবট! কোন সমস্যা সমাধানে পথে নামছে? জানুন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
কলকাতার রাস্তায় জমা জলের সমস্যার সমাধান করবে স্মার্ট রোবট
উত্তর ২৪ পরগনা: স্মার্ট সিটি নিউটাউন এবার হল আরও স্মার্ট। রাজ্যে এই প্রথম চালু হল ম্যানহোল ক্লিনিং রোবট। সামনেই আসছে বর্ষাকাল। নিউটাউন বাসীদের দীর্ঘদিনের অভিযোগ, আবর্জনা ভরে গিয়ে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ে এলাকায়।
ফলে একটু বৃষ্টি হলেই জমে যায় হাঁটু সমান জল। এবার তার হাত থেকেই রক্ষা পেতে রোবট ব্যবহারের সিদ্ধান্ত নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি অর্থাৎ এনকেডিএ-র।
advertisement
ইতিমধ্যে তিনটি ম্যানহোল ক্লিনিং রোবট চালাবে নিকাশি ব্যবস্থার এই কাজ। যায় এক একটি রোবট কেনা হয়েছে ৩৬ লক্ষ টাকার বিনিময়ে বলেই জানা গিয়েছে।জেন রোবোটিক্স এর তৈরি এই রোবট দেশের ১৯ টি শহরে নিকাশি ব্যবস্থাকে চালু রাখতে ব্যবহার করা হচ্ছে বলেও জানান। এবার নিউটাউনের রাস্তাঘাটেও দেখা যাবে এই ম্যানহোল ক্লিনিং মেশিন। আপাতত পরীক্ষামূলকভাবে তিনটি রোবটকে দিয়ে কাজ শুরু করেছে এনকেডিএ। পরবর্তীকালে আরও রোবট কেনা হবে।
advertisement
এই ব্যবস্থার ফলে দ্রুততার সঙ্গে ম্যানহোল পরিষ্কার করা যাবে। বিষাক্ত গ্যাসের চিহ্নিতকরণের জন্য রোবর্ট ক্লিনিংয়ে রয়েছে বিশেষ সেন্সর ও ক্যামেরা। ড্রেনের মধ্যে গিয়ে কোথায় আবর্জনা জমে আছে সেটা রোবটে থাকা ক্যামেরার সাহায্যে জানা যাবে। ফলে, তা চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করা যাবে। ম্যানহলে কোথাও বিষাক্ত গ্যাস আছে কিনা তাও চিহ্নিত করবে রোবটে থাকা সেন্সর।
advertisement
এই রোবটটি চলবে ছোট জেনারেটর এর মাধ্যমে, বলেও জানান এনকেডিএর ম্যানেজিং ডাইরেক্টর দেবাশীষ সেন। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে এই রোবটের ব্যবহার নিউটাউনেই প্রথম। আর এই রোবর্ট আসায় নিউটাউন আরও স্মার্ট হবে পাশাপাশি পরিস্কারও থাকবে এলাকা বলে তিনি আশাবাদী। কিভাবে কাজ করবে এই রোবট তা দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। আগামী দিনে রোবটের কাজ কতটা নিউটাউনকে নিকাশি ব্যবস্থার দিক থেকে উন্নত করে সেটাই এখন দেখার।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 12:57 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নিউটাউনের রাস্তায় রোবট! কোন সমস্যা সমাধানে পথে নামছে? জানুন