Agriculture News : ছাদ বাগানে ফলছে থাইল্যান্ড জাপান আমেরিকার আম! হতবাক সকলে

Last Updated:

Agriculture News: একটি সাধারণ ছাদবাগানে এখন ফলছে থাইল্যান্ড, জাপান এবং আমেরিকার আম!

+
বিদেশী

বিদেশী প্রজাতির আম চাষ অবসরপ্রাপ্ত শিক্ষকের 

দক্ষিণ দিনাজপুর : দীর্ঘ কর্মজীবনে অবসর গ্রহণের পরে কীভাবে সময় কাটবে তা নিয়ে ছিল ব্যাপক ভয় ও উৎকণ্ঠা। এরপরেই ২০২০ সাল থেকে তিনি প্রতিকূল জলবায়ুতে বিদেশি বিভিন্ন প্রজাতির আম ফলানোর চ্যালেঞ্জ নেন। আর যেমন ভাবনা অমনি কাজ। অবশেষে নিজের ছাদ বাগানে জাপান, থাইল্যান্ড, আমেরিকা সহ একাধিক দেশের আম বালুরঘাটে ফলিয়ে তাক লাগিয়েছেন চকভৃগুর বাসিন্দা বীরেন্দ্রনাথ ঘোষ (৬৯)। তার সঙ্গে বিদেশি চেরি, জামরুল সহ একাধিক ফলের চাষ বাড়ির ছোট বাগানে নিরলস করে চলেছেন তিনি।
দক্ষিণ দিনাজপুরের মাটিতেও যে বিদেশী নামকরা আম ফলানো যায় তা প্রমাণ করেছেন বীরেন্দ্রবাবু। তাঁর ছাদ বাগানে থাইল্যান্ডের নামডকুমাই, জাপানের মিয়াজাকি, থাইল্যান্ডের কাঠিমান, সাউথ ফ্লোরিডার আমেরিকান রেড পাল্মার এবং থাইল্যান্ডের বেনানা ম্যাংগো সঙ্গে ভারতীয় প্রজাতির আম্রপালি ও অরণিকা ফলেছে প্রচুর।
advertisement
advertisement
এবিষয়ে বীরেন্দ্রনাথ ঘোষ জানান, “২০২০ সালে প্রথমে পরীক্ষামূলকভাবে বিদেশ থেকে আমদানি করে সেই সব গাছের চারা নিয়ে আসেন। তারপরে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি তাঁকে। সঠিক যত্ন ও নিয়ম জানা থাকলেই বিদেশী প্রজাতির ফল এখানে চাষ করা সম্ভব। তার সঙ্গে প্রায় ৪০ রকমের গাছ তিনি পালন করছেন বাগানে। বিভিন্ন ঋতুতে তাঁর ছাদবাগান ও বাড়ির উঠোন বিদেশি চেরি, জামরুল, আম, মালটা, কমলালেবুতে ভরে ওঠে। তিনি চান সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে এমন ফলের চাষ যেন বাড়িতে করতে পারেন।”
advertisement
বীরেন্দ্রনাথবাবু শিক্ষকতায় অবসর নেওয়ার পরে তিনি নিতান্তই শখের বসে ও সময় কাটাতে উদ্যান পালনের দিকে ঝোঁকেন। প্রথমে তিনি হাতের কাছে পাওয়া বিভিন্ন ফুল ও ফলের চাষ শুরু করেন। পরে তাঁর মাথায় অন্য ভূত চাপে। তিনি সিদ্ধান্ত নেন বিদেশি প্রজাতির আম বাড়িতে ফলাবেন।
advertisement
কিন্তু বালুরঘাটের প্রতিকূল জলবায়ুতে জাপান, থাইল্যান্ড বা আমেরিকার আম ফলানো সম্ভব না বলে তাঁকে অনেকেই জানান। কিন্তু সেই সব কথায় কান না দিয়ে চালিয়ে যান তাঁর বাগান বিলাশ। প্রতিকূল জলবায়ুতে আমগুলো চাষে কষ্ট হয়েছে। তবে চারা থেকে আমের ফলন পর্যন্ত তাদের পালন করতে তাঁর মনে হয়েছে সন্তান মানুষ করছেন। যদি কেউ ব্যবসায়িকভাবে এই আম ফলন করতে চায় তাহলে তাদেরকেও তিনি কৌশল শিখিয়ে দিতে পারেন অনায়াসে।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News : ছাদ বাগানে ফলছে থাইল্যান্ড জাপান আমেরিকার আম! হতবাক সকলে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement