Are Banks Closed Tomorrow: আগামিকাল শুক্রবার ব্যাঙ্ক কি বন্ধ থাকবে ? জেনে নিন

Last Updated:
Are Banks Closed Tomorrow: জেনে নেওয়া যাক কেন আরবিআই ২৭ জুন, ২০২৫ তারিখ শুক্রবার ছুটি দিয়েছে। 
1/6
আগামিকাল শুক্রবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৭ জুন, ২০২৫ তারিখ, শুক্রবার সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ, গ্রাহকরা যদি শুক্রবার ব্যাঙ্কে গিয়ে তাঁদের কোনও কাজ শেষ করতে চান, তাহলে তাঁরা তা করতে পারবেন না। আগামীকাল দুটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বাকি, সব রাজ্যেই ব্যাঙ্ক খোলা থাকবে। জেনে নেওয়া যাক কেন আরবিআই ২৭ জুন, ২০২৫ তারিখ শুক্রবার ছুটি দিয়েছে।
আগামিকাল শুক্রবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৭ জুন, ২০২৫ তারিখ, শুক্রবার সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ, গ্রাহকরা যদি শুক্রবার ব্যাঙ্কে গিয়ে তাঁদের কোনও কাজ শেষ করতে চান, তাহলে তাঁরা তা করতে পারবেন না। আগামীকাল দুটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বাকি, সব রাজ্যেই ব্যাঙ্ক খোলা থাকবে। জেনে নেওয়া যাক কেন আরবিআই ২৭ জুন, ২০২৫ তারিখ শুক্রবার ছুটি দিয়েছে।
advertisement
2/6
২০২৫ সালের ২৭ জুন শুক্রবার ব্যাঙ্ক কেন বন্ধ থাকবে -২৭ জুন, ২০২৫ তারিখ রথযাত্রা উপলক্ষে ওড়িশা এবং মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথের রথযাত্রার আকারে এই উৎসবটি অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়, যেখানে লাখ লাখ ভক্ত অংশগ্রহণ করেন। মণিপুরে এটি কং নামে পরিচিত এবং সেখানেও এই উৎসব সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পালিত হয়। সরকারি ছুটির কারণে এই রাজ্যগুলির সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এই দিনে বন্ধ থাকবে।
২০২৫ সালের ২৭ জুন শুক্রবার ব্যাঙ্ক কেন বন্ধ থাকবে -২৭ জুন, ২০২৫ তারিখ রথযাত্রা উপলক্ষে ওড়িশা এবং মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথের রথযাত্রার আকারে এই উৎসবটি অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়, যেখানে লাখ লাখ ভক্ত অংশগ্রহণ করেন। মণিপুরে এটি কং নামে পরিচিত এবং সেখানেও এই উৎসব সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পালিত হয়। সরকারি ছুটির কারণে এই রাজ্যগুলির সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এই দিনে বন্ধ থাকবে।
advertisement
3/6
২০২৫ সালের জুন মাসে ব্যাঙ্ক কখন বন্ধ থাকবে -
২০২৫ সালের জুন মাসে ব্যাঙ্ক কখন বন্ধ থাকবে -
advertisement
4/6
সরকারি ছুটি২৭ জুন (শুক্রবার): রথযাত্রা / কাং (রথযাত্রা) – ওড়িশা এবং মণিপুরে ব্যাঙ্ক বন্ধ।

৩০ জুন (সোমবার): রেমনা নি – মিজোরামে ব্যাঙ্ক বন্ধ।

সপ্তাহান্তের ছুটি (সারা দেশে প্রযোজ্য) -

২৮ জুন (শনিবার – চতুর্থ শনিবার)

২৯ জুন (রবিবার)
সরকারি ছুটি২৭ জুন (শুক্রবার): রথযাত্রা / কাং (রথযাত্রা) – ওড়িশা এবং মণিপুরে ব্যাঙ্ক বন্ধ।৩০ জুন (সোমবার): রেমনা নি – মিজোরামে ব্যাঙ্ক বন্ধ।সপ্তাহান্তের ছুটি (সারা দেশে প্রযোজ্য) -২৮ জুন (শনিবার – চতুর্থ শনিবার)২৯ জুন (রবিবার)
advertisement
5/6
ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে -ছুটির দিনে, নেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ, ইউপিআই, ওয়ালেট এবং এটিএমের মতো সমস্ত ডিজিটাল পরিষেবা আগের মতোই চলবে। অর্থাৎ, কেউ কোনও বিলম্ব ছাড়াই অনলাইনে লেনদেন করতে পারবেন।
ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে -ছুটির দিনে, নেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ, ইউপিআই, ওয়ালেট এবং এটিএমের মতো সমস্ত ডিজিটাল পরিষেবা আগের মতোই চলবে। অর্থাৎ, কেউ কোনও বিলম্ব ছাড়াই অনলাইনে লেনদেন করতে পারবেন।
advertisement
6/6
তবে যদি চেক জমা দিতে হয়, ড্র করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয় বা কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে কোনও ধরনের কাজ করতে হয়, তাহলে ছুটির আগে এই কাজগুলি করা ভাল হবে। নিজেদের এলাকার ব্যাঙ্ক শাখা থেকে ছুটির দিন সম্পর্কে সর্বশেষ এবং সঠিক তথ্য পাওয়া যেতে পারে।
তবে যদি চেক জমা দিতে হয়, ড্র করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয় বা কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে কোনও ধরনের কাজ করতে হয়, তাহলে ছুটির আগে এই কাজগুলি করা ভাল হবে। নিজেদের এলাকার ব্যাঙ্ক শাখা থেকে ছুটির দিন সম্পর্কে সর্বশেষ এবং সঠিক তথ্য পাওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement