Hooghly News:খুলে গেল ১০হাজার মেট্রিক টন এর চালের গুদাম! উপকৃত হবে চাষি থেকে মিল মালিক
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
ভাদুর অঞ্চলের ভিকদাস এলাকায় প্রায় ১০ হাজার মেট্রিক টন শস্য গোডাউন তৈরি করা হয়েছে। এই গোডাউন তৈরি হওয়ার ফলে একদিকে যেমন রাইস মিলের মালিকরা উপকৃত হবেন তেমনি এলাকার শ্রমিক শ্রেণীর মানুষেরা কাজ পাবেন।
আরামবাগ: আরামবাগ মহকুমা হল কৃষি প্রধান এলাকা। তাই এই এলাকায় বহু চালকল গড়ে উঠেছে। সেই চালে এফসিআই গোডাউনকে সাপ্লাই করতে হয় রাইস মিলের মালিকদের। গোঘাটের এলাকার মিল মালিকদের চাল সাপ্লাই করতে অসুবিধা সম্মুখীন এবং খরচও বেশি বহন করতে হত। সেই দিক থেকে ভাদুর অঞ্চলের ভিকদাস এলাকায় শস্য গোডাউন তৈরি হওয়ায় খুশি প্রত্যেকে। প্রায় ১০ হাজার মেট্রিক টন শস্য গোডাউন তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: বাবার দুর্ঘটনায় শপথ! বাইক আরোহীদের নিরাপত্তায় স্মার্ট হেলমেট তৈরি স্কুল পড়ুয়ার
জানা গেছে এই গোডাউন তৈরি হওয়ার ফলে একদিকে যেমন রাইস মিলের মালিকরা উপকৃত হবেন তেমনি এলাকার শ্রমিক শ্রেণীর মানুষেরা কাজ পাবেন। বহু শ্রমিক এই এফসিআই গোডাউনে কাজ করবেন। তাই কর্মসংস্থানের এক দিশা খুলে গেল এলাকায়। রীতিমতো এই গোডাউন শুরু হওয়ার ফলে খুশি সাধারণ মানুষ। এই বিষয়ে মহকুমার রাইস মিল মালিকদের সংগঠনের সভাপতি সুনীল ঘোষ জানান গোডাউনটি শুরু হওয়ার ফলে বহু রাইস মিলের মালিকদের সুবিধা হবে। এখানে প্রায় ৫৮ টি মিল রয়েছে ফলে সহজেই চাল উৎপাদন করে এই গোডাউনে পরিষেবা দেওয়া যাবে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা জানিয়েছেন সরকার থেকে প্রায় ১০ হাজার শস্য গোডাউন চালু হল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এটি এফসিআই গোডাউন। এলাকার মানুষের সুবিধার্থে শুরু হওয়ার ফলে প্রত্যেকেই ভীষণভাবে খুশি। এভাবেই একের পর এক উন্নয়ন এগিয়ে যাবে বলে করছে।
Suvojit Ghosh
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 1:49 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Hooghly News:খুলে গেল ১০হাজার মেট্রিক টন এর চালের গুদাম! উপকৃত হবে চাষি থেকে মিল মালিক