Lotus Agriculture: পাঁকে নয়, বাড়ির উঠোনেই এবার ফুটবে পদ্ম! দুর্গাপুজোর আগে জানুন চাষের সহজ পদ্ধতি

Last Updated:

Lotus Agriculture: পদ্ম গাছ দু’টি উপায়ে জন্মায়। প্রথমত পদ্মের বীজ থেকে চারা তৈরি। দ্বিতীয়ত কন্দ থেকে পদ্ম গাছ তৈরি। পদ্ম চাষি গোবিন্দ সাহার কাছে জানা যায়, কীভাবে কন্দ থেকে পদ্ম চাষ করতে হয়।

+
পদ্ম

পদ্ম ফুল চাষ

উত্তর দিনাজপুর: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। দেবী আরাধনার অন্যতম পদ্ম ফুল। এই সময় পুকুর বা দিঘী থেকে পদ্মফুল তুলতে বহু বিপাকে পড়তে হয় চাষিদের। অনেক সময় পুকুর থেকে পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয় অনেক চাষির। তবে এবার এইসবের দিন শেষ। বাড়ির উঠোনে গামলাতেই চাষ করতে পারেন পদ্ম ফুলের। বাড়িতে মাঝারি থেকে বড় আকারের গামলাতেই পদ্ম চাষ করা সম্ভব। এক নজরে জেনে নেওয়া যাক, কীভাবে বাড়িতে পদ্মফুল ফোটাবেন।
জানা যায়, পদ্ম গাছ দু’টি উপায়ে জন্মায়। প্রথমত পদ্মের বীজ থেকে চারা তৈরি। দ্বিতীয়ত কন্দ থেকে পদ্ম গাছ তৈরি। পদ্ম চাষি গোবিন্দ সাহার কাছে জানা যায়, কীভাবে কন্দ থেকে পদ্ম চাষ করতে হয়। পদ্মের কন্দ রোপণের আদর্শ সময় মার্চ থেকে এপ্রিল মাস। কন্দ লাগানোর পর পাত্রটি রোদে রাখতে হবে। পদ্মগুলি দিনে ৫ থেকে ৬ ঘণ্টা সূর্যালোকে রাখতে হবে। তবে বাড়িতে পদ্মফুল চাষ করার জন্য সঠিক পাত্র নির্বাচন করা উচিত। কমপক্ষে ১০ থেকে ২০ ইঞ্চি গভীর এবং ১৮ থেকে ২৫ ইঞ্চি ব্যাসের পাত্র নিতে হবে। যে পাত্রে পদ্মের চারা লাগানো হবে সেখানে বাগানের মাটি বা পুকুরের ময়লা দিয়ে পাত্রটি পূরণ করতে হবে।
advertisement
advertisement
এছাড়াও গোবর সার, পাতা পচা সার, ইউরিয়া, পটাশ এবং ফসফেট মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে। মাটি তৈরির সময় খেয়াল রাখতে হবে, পুরো টব ভরাট করে মাটি দেওয়া যাবে না। একটি গর্ত প্রায় ২০-৩০ সেন্টিমিটার নীচে রাখতে হবে যেখানে জল থাকবে, ফলন ভাল। কন্দ রোপণের আগে মাটিতে জৈব সার মেশাতে ভুলবেন না। এর পর কন্দগুলো মাটির উপরে পুঁতে দিয়ে পাশ থেকে চেপে দিতে হবে। এবার চারা রোপণ করে টবে জল ভরে দিতে হবে। খেয়াল রাখতে হবে জল যেন কখনওই কম না হয়।
advertisement
এই পদ্মের কন্দ রোপনের তিন মাসের মধ্যে গাছে ফুল আসে, এবং বীজ থেকে চারা গাছ তৈরি হওয়ার দেড় থেকে দুই বছর পরে ফুল আসে। গাছে ফুল ফোটার আদর্শ সময় এপ্রিল থেকে জুলাই মাস। এই ভাবেই বাড়িতেই খুব সহজে টব বা বড় গামলায় পদ্মফুল চাষ করতে পারেন।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Lotus Agriculture: পাঁকে নয়, বাড়ির উঠোনেই এবার ফুটবে পদ্ম! দুর্গাপুজোর আগে জানুন চাষের সহজ পদ্ধতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement