Coochbehar News: বর্ষায় এই ধানের চাষ ব্যাপক লাভজনক! কৃষকরা তাই চারা রোপণে ব্যস্ত

Last Updated:

বর্ষাকালে অন্যান্য ফসলের চাষ তেমন একটা হয় না, কিন্তু এটাই আমন ধান চাষের জন্য উপযুক্ত সময়

+
আমন

আমন ধান চাষ

কোচবিহার: বর্ষাকালে চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়। ফলে অন্যান্য ফসল চাষ করা এই সময় সম্ভব হয় না। তবে এই আবহাওয়া আমন ধান চাষের একেবারে আদর্শ। আর তাই বর্ষার টানা বৃষ্টির শুরু হতেই কৃষকরা এখন মাঠে ধানের চারা লাগাতে ব্যস্ত।
আমন ধানের হাত ধরে কোচবিহারে নতুন প্রজন্মের কৃষকরা চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। এই প্রসঙ্গে সম্রাট বর্মন নামে এক কৃষক জানান, উপযুক্ত পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে চাষ করলে যে ভাল লাভের মুখ দেখা যায় তা বর্তমানে প্রমাণিত। তবে কোন‌ও একটি ফসল ধরে না থেকে বছরের বিভিন্ন সময়ে আবহাওয়া অনুযায়ী নানান ধরনের ফসল চাষ করা অত্যন্ত জরুরি বলে তিনি জানান। সেই প্রসঙ্গেই নতুন প্রজন্মের ওই কৃষক জানান, এই সময়টা আমন ধান চাষের পক্ষে সবচেয়ে উপযুক্ত। এতে যেমন খরচ কম হয় তেমনই লাভের মুখ বেশি দেখা যায়।
advertisement
advertisement
আমন ধান চাষের খরচ প্রসঙ্গে বলতে গিয়ে কৃষক তারিণী বর্মন ও মহিবুল মিঁয়া জানান, বিঘা প্রতি ২,০০০ টাকার আশেপাশের খরচ হয়। তবে লাভের পরিমাণ থাকে দ্বিগুণ। তবে বেশি লাভ পাওয়ার জন্য জল জমা আবাদি জমিতে আগে ট্রাক্টর দিয়ে ভালো করে চাষ করে কাদা করে নিতে হয়। তারপর তাতে ধানের বীজ ছিটিয়ে দিয়ে চারা তৈরি করতে হয়। চারা গাছ পাঁচ থেকে ছয় ইঞ্চি বড় হলে সেটিকে তুলে নিয়ে রোপন করতে হয় চাষ করা জমিতে। তারপর পর্যাপ্ত পরিমানে সার ও কীটনাশক প্রয়োগ করতে হয়। তাহলে নির্দিষ্ট সময়ের পর ভালো পরিমাণে ফলন পাওয়া যায় গাছ থেকে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar News: বর্ষায় এই ধানের চাষ ব্যাপক লাভজনক! কৃষকরা তাই চারা রোপণে ব্যস্ত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement