Black Rice Cultivation: সাদা ধান তো অনেক হল! এবার কালো ধান চাষেই সোনা ফলবে কৃষকের জমিতে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
প্রাকৃতিক পদ্ধতি মেনে ঔষধি বা সুগন্ধি ধানের চাষ হচ্ছে হাওড়ারায়, রাসায়নিক ছাড়াই কালো ধান চাষ করে লাভবান হতে পারে কৃষক
হাওড়া: প্রাকৃতিক পদ্ধতি মেনে ঔষধি বা সুগন্ধি ধানের চাষ হচ্ছে হাওড়ায়। রাসায়নিক ছাড়াই কালো ধান চাষ করে লাভবান হতে পারে কৃষক। হাওড়ার শ্যামপুরে কয়েকশো বিঘা জমিতে চাষ হচ্ছে কালা ভাতা বা কালো ধানের। হাওড়া জেলার কৃষি প্রধান ব্লক শ্যামপুর। বর্তমান সময় দাঁড়িয়ে আধুনিক পদ্ধতি বা রাসায়নিক ব্যবহার করা হয় ফসলে। এভাবে চাষে লাভ একপ্রকার নিশ্চিত।
বর্তমান সময়ে কৃষি কাজে ব্যাপকভাবে রাসায়নিক প্রয়োগ। এর ফলে বিভিন্ন সময়ে মানুষের শরীরে নানা সমস্যা দেখা দেয়। কিন্তু উৎপন্ন ফসল প্রাকৃতিক উপায় বা ভেষজ সার ব্যবহার করে যদি চাষ করা সম্ভব হয় তা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী ভূমিকা রাখে।সেই দিক থেকে প্রাকৃতিক পদ্ধতি মেনে চাষ করে উৎপন্ন ফসলের দারুন চাহিদা বর্তমানে।
advertisement
আরও পড়ুন – World Cup Astrology: কাশীর জ্যোতিষাচার্য্যের মোক্ষম হিসেব, মঙ্গল যার ভাগ্যে উদয়, সেই চ্যাম্পিয়ন
advertisement
সেইদিক গুরুত্ব রেখে হাওড়া শ্যামপুর ব্লকে শিখা ফাউন্ডেশন, ভাগীরথ কো-অপারেটিভ এবং ইউ এন্ড আই ফাউন্ডেশন এর পক্ষ থেকে কালো ধান চাষের উদ্যোগ নেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে প্রায় ৫৬ মেঘে জমিতে ধান চাষের ব্যবস্থা করার। পাশাপাশি কৃষকদেরও এই ধান চাষে উদ্বুদ্ধ করা।
advertisement
এই প্রসঙ্গে শিখা ফাউন্ডেশনের সম্পাদক ভাস্কর কুইলা জানিয়েছেন যে পরীক্ষামূলক বা প্রদর্শনী হিসেবে এ বছর এই চাষ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু কৃষক এই ধানের চাষ শুরু করেছে। রাসায়নিক পদ্ধতি ছেড়ে অর্গানিকভাবে চাষে কিছুটা ফলন কম হলেও। যেমন এর স্বাস্থ্য দিকের গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে অর্গানিকভাবে উৎপাদিত ফসলের দাম একটু বেশি থাকে।
advertisement
RAKESH MAITY
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2023 8:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Black Rice Cultivation: সাদা ধান তো অনেক হল! এবার কালো ধান চাষেই সোনা ফলবে কৃষকের জমিতে