Agriculture News: লাখ টাকা দাম, ‘এই’ গাছ নিয়ে হয়েছে সিনেমা! চাষের পদ্ধতি জেনে নিন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পরীক্ষা সফল। চাই বেলে, দোআঁশ মাটি, তাহলেই এই ভূমিতেও মাথা তুলে দাঁড়াতে পারে সাদা ও শ্বেত চন্দন গাছ। এক সময় জঙ্গল পাহারার দায়িত্ব পালনের পর এবার নিজেই চন্দনের বন তৈরিতে ব্যস্ত জলপাইগুড়ির এক ব্যক্তি
জলপাইগুড়ি: পরীক্ষা সফল। চাই বেলে, দোআঁশ মাটি, তাহলেই এই ভূমিতেও মাথা তুলে দাঁড়াতে পারে সাদা ও শ্বেত চন্দন গাছ। এক সময় জঙ্গল পাহারার দায়িত্ব পালনের পর এবার নিজেই চন্দনের বন তৈরিতে ব্যস্ত জলপাইগুড়ির এক ব্যক্তি।
জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডল ঘাট গ্রাম পঞ্চায়েতের বসুনিয়া পাড়া, আর পাঁচটি গ্রামের মতোই বেশির ভাগ মানুষ প্রচলিত চাষবাসের সঙ্গেই যুক্ত। এমনটাই দীর্ঘ সময় ধরে দেখে এসেছে বন বিভাগের রেঞ্জার পদ থেকে সদ্য অবসর নেওয়া রঞ্জিত রায়, তবে চাকরি সূত্রে নানান জেলায় ঘোরার ফলে নিজের ঝুলিতেও ভরেছেন অনেক অভিজ্ঞতা, তারই একটি এই অঞ্চলে চন্দন গাছ তৈরির।
advertisement
advertisement
এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত এই বনকর্তা জানান, ‘বালি আর কাঁকড় যুক্ত মাটি ছাড়া এই অঞ্চলেও যে চন্দন গাছ হয় তার হাতানাতে প্রমাণ পেয়েছি আমি। মাত্র ছ’মাস আগে মাটিতে স্থাপন করা চন্দন গাছের বেড়ে ওঠাই প্রমাণ দিচ্ছে চন্দন গাছ লাগানোর মতো উপযুক্ত মাটি এই অঞ্চলেও রয়েছে। শুধু একটু উঁচু জায়গায় এই গাছের চারা রোপণ করতে হবে। প্রথম অবস্থায় মেদিনীপুরের বন দফতরের সিলভী কালচার বিভাগের থেকে নিয়ে এসেছেন সাদা এবং লাল চন্দন গাছের চারা বলে জানান তিনি। পরীক্ষামূলক ভাবে সফলতার পর চন্দন বন গড়ে উঠবে কি না তা দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
advertisement
সুরজিৎ দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 4:44 PM IST