Agriculture News: নতুন পদ্ধতিতে কম জলে হবে চাষ, সবুজ সার হিসেবে ব্যবহার ধুঁইঞ্চার

Last Updated:

ধুঁইঞ্চা গাছগুলি শুকিয়ে জমির সবুজ সার হিসেবে কাজ করবে। যার ফলে ওই এলাকায় মাটির উর্বরতা বাড়বে। কৃষকরা আরও ভাল ফসল পাবেন।

+
ধুঁইঞ্চাকে

ধুঁইঞ্চাকে সার হিসেবে ব্যবহার করতে চলছে স্প্রে।

পশ্চিম বর্ধমান: খনি এলাকায় মাটি উর্বর করতে জোর দেওয়া হচ্ছে সবুজ সারের ওপর। ধান চাষের ফলন বাড়াতে এবং কীটনাশকের ব্যবহার কমাতে, ধানের সঙ্গে চাষ করা হয়েছে ধুঁইঞ্চা। এই গাছ ধানের সঙ্গেই লাগানো হয়েছিল। যার বয়স ৪৫ দিন হয়ে যাওয়ার পর, বিশেষ ধরনের কীটনাশক ব্যবহার করা হচ্ছে। যার ফলে ধানের কোনও ক্ষতি হবে না।
কিন্তু ধুঁইঞ্চা গাছগুলি শুকিয়ে জমির সবুজ সার হিসেবে কাজ করবে। যার ফলে ওই এলাকায় মাটির উর্বরতা বাড়বে। কৃষকরা আরও ভাল ফসল পাবেন। মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় রাজ্য সরকারের উদ্যোগে সালানপুরের কল্লা গ্রামে ধান চাষের জন্য নেওয়া হয়েছে এই অভিনব পদ্ধতি। নতুন এই পদ্ধতিতে কৃষি কাজ কেমন হচ্ছে, তা খতিয়ে দেখলেন জেলা-সহ কৃষি অধিকর্তা। সঙ্গে ছিলেন স্থানীয় এডিও।
advertisement
advertisement
নতুন পদ্ধতিতে কৃষি কাজের অগ্রগতি দেখতে, সালানপুর ব্লক পর্যবেক্ষণ এসেছিলেন পশ্চিম বর্ধমান জেলার সহ কৃষি অধিকর্তা(তথ্য) উৎপল মন্ডল। সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়া কুলবাড়িয়া এলাকায় ধান চাষের সঙ্গে ধুঁইঞ্চা গাছ লাগানো হয়। কৃষি অধিকর্তা উৎপল মন্ডল জানিয়েছেন, এই ধুঁইঞ্চা গাছ ধান চাষের ক্ষেত্রে মাটিকে উর্বর করতে খুবই সাহায্য করে। এতে কৃষকদের ধান চাষে সারের খরচ কম হয়।
advertisement
কারণ এই ধুঁইঞ্চা গাছ একটি সময় পর্যন্ত বড় করা হয়। তারপর আগাছানাশক দিয়ে ওই গাছকে মেরে ফেলা হয়। পরবর্তী ক্ষেত্রে ওই গাছ শুকিয়ে ব্রাউন সার হিসেবে কাজে লাগে। যা ধান চাষের ক্ষেত্রে খুবই উপযোগী। তিনি এও জানান সালানপুর ব্লকে যে ধুঁইঞ্চা লাগানো হয়েছে, তা আরও কয়েকদিন আগে লাগাতে পারলে ভাল হত। যেহেতু এ বছর বর্ষা অনেক দেরি করে এসেছে, সেকারণে এই গাছ লাগাত দেরি হয়েছে।
advertisement
সালানপুর ব্লক এডিও রাজর্ষি ব্যানার্জি বলেন, কল্যা জিপির ওইসব ওই এলাকায় মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় জিরো টিলেজ মেশিন দিয়ে ধান লাগানো হয়। যা ফলে কম বৃষ্টি হলেও মাটি চষে ধান লাগানো সম্ভব। জিরো টিলেজ মেশিনের দ্বারা এই কাজ করা হয়।
Nayan Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Agriculture News: নতুন পদ্ধতিতে কম জলে হবে চাষ, সবুজ সার হিসেবে ব্যবহার ধুঁইঞ্চার
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement