Uttarpradesh News: আখের সাম্রাজ্যে টোম্যাটোর হানাদারি! এক বছরের হল ম্যাজিক, তাজ্জব সবাই
- Published by:Satabdi Adhikary
- trending desk
Last Updated:
উত্তরপ্রদেশের বাগপত জেলার খেকরা শহরের বাসিন্দা রাজেশ ৬ বছর আগেও নিজের জমিতে শুধু আখের উৎপাদনই করতেন। তাঁর প্রায় আট একর জমি রয়েছে। পুরো জমিতেই আখ চাষ করতেন। কিন্তু তা থেকে আয় হত অল্পই। আখের মজুরি নিয়েও অস্থিরতা ছিল। তাই তিনি সবজি চাষ শুরু করেন বছর কয়েক আগে।
উত্তরপ্রদেশ: ঐতিহ্যবাহী চাষের পাশাপাশি বিকল্প চাষ করে সারাদেশেই কৃষকেরা লাভের মুখ দেখছেন। এবার সেই কৃষি সংস্কৃতি ঢুকে পড়ল উত্তরপ্রদেশের বাগপতেও। উত্তরপ্রদেশের এই জেলা আখ চাষের জন্যেই বিখ্যাত। বলা হয় এই এলাকা ‘আখের বেল্ট’-এর মধ্যে পড়ে। কিন্তু গত কয়েক বছরে আখের পরিবর্তে সবজি চাষ করে এই এলাকার এক কৃষক লক্ষ লক্ষ টাকা লাভ করছেন।
আখের ফলনে মূল্য পরিশোধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন ওই কৃষক, ছিল না লাভের আশাও। এমন সময় তিনি সবজি চাষের সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা বুঝতে পারছে গোটা এলাকা। এখন ওই কৃষক সবজি বাগান থেকেই তিনি লাভ করছেন লক্ষ লক্ষ টাকা।
আরও পড়ুন: প্রোটিনের ভাণ্ডার থেকে উজ্জ্বল ত্বক! দারুণ উপকারী এই ফলের বীজ কিন্তু ভুলেও ফেলে দেবেন না!
অনেক কৃষকই এখন ঐতিহ্যবাহী চাষাবাদ ছেড়ে সেই সব সবজি উৎপাদন করে ভাল লাভ করছেন, বাজারে যার চাহিদা প্রচুর। আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে, জৈব পদ্ধতিতে এই ধরনের সবজি চাষ করলে ভাল লাভের সম্ভাবনা বেশি। সবজি স্বাস্থ্যকর এবং উপকারীও।
advertisement
advertisement
উত্তরপ্রদেশের বাগপত জেলার খেকরা শহরের বাসিন্দা রাজেশ ৬ বছর আগেও নিজের জমিতে শুধু আখের উৎপাদনই করতেন। তাঁর প্রায় আট একর জমি রয়েছে। পুরো জমিতেই আখ চাষ করতেন। কিন্তু তা থেকে আয় হত অল্পই। আখের মজুরি নিয়েও অস্থিরতা ছিল। তাই তিনি সবজি চাষ শুরু করেন বছর কয়েক আগে।
আরও পড়ুন: ভোটের দিনেও অশান্তির আশঙ্কা? কমিশনের কড়া নজরে ভাঙড়-ক্যানিং, বাহিনী নিয়ে বড় সিদ্ধান্ত
খেকরার কৃষক রাজেশ জানান, বর্তমানে তিনি নানা ধরনে সবুজ আনাজ উৎপাদন করেন খেতে। এর মধ্যে রয়েছে শসা, টমেটো, লাউ ইত্যাদি ফসল। রাজেশ বলেন, ‘দিল্লির আজাদপুর মান্ডির লোনির লালবাগ বাজারে এই সব সবজি চাহিদা রয়েছে। খুব সহজেই সরবরাহ করা যায়।’ প্রতিদিনই সবজি সরবরাহ করে ঘরে টাকা আনতে পারেন রাজেশ, সারা বছর। এই রোজগার থেকে তাঁর পুরো পরিবারের ভরণপোষণ হয় খুব সহজে।
advertisement
রাজেশের দাবি, এলাকার সমস্ত কৃষকের উচিত ঐতিহ্যবাহী ফসলের পাশাপাশি সবজি চাষে মন দেওয়া। তবে ঝুঁকি সব কিছুতেই রয়েছে। যেমন এবার টানা বর্ষণে কিছু ফসলের ক্ষতি হয়েছে। রাজেশ বলেন, ‘টমেটোর থেকে ভাল লাভ হচ্ছিল। কিন্তু এখন টানা বৃষ্টিতে টমেটো নষ্ট হতে শুরু করেছে। যদিও টমেটোর দাম বাড়ছে। ফলে লাভ আছে।’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 29, 2023 3:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Uttarpradesh News: আখের সাম্রাজ্যে টোম্যাটোর হানাদারি! এক বছরের হল ম্যাজিক, তাজ্জব সবাই