Agriculture Tips: তাপপ্রবাহে চাষের ক্ষতি! কী করে বাঁচবেন জানালেন কৃষি বিশেষজ্ঞ
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
এই গরমে ফল থেকে বিভিন্ন সবজি চাষে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষক দের আর তা থেকে কিভাবে বাঁচবেন এ বিষয়ে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষিবিজ্ঞানী পরামর্শ।
দক্ষিণ ২৪ পরগনা: এই গ্রীষ্মের তাপদহে সাধারণ মানুষ যেমন অতিষ্ঠ তার পাশাপাশি বিভিন্ন সবজি চাষে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের আর তা থেকে কিভাবে বাঁচবেন এ বিষয়ে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষিবিজ্ঞানী কৃষকদের প্রতি পরামর্শ। কিভাবে তারা ফল হোক বা সবজি কিভাবে বাঁচাবেন তা জেনে নেওয়া যাক। দক্ষিণ ২৪ পরগনা এই গরমে যে ফসলগুলি রয়েছে তার মধ্যে এই সময় প্রচুর হারে লিচু চাষা হয়। আরে লিচু চাষের জন্য কি করনীয় প্রথমত লিচু চাষীদের প্রতিদিনই গাছের জল স্প্রে করতে হবে তার পাশাপাশি কিছু ওষুধ স্প্রে করতে হবে।
লিচুর সঙ্গে আম ও এই সময় প্রচুর পরিমাণে চাষ হয় এই জেলাতে তার পাশাপাশি প্রচুর বাড়িতেও চাষ হয়। আমের ক্ষেত্রে জল স্পে করা পাশাপাশি কিছু ভিটামিন ওষুধ যেমন বরোণ জিম পলি ক্লালাম এই ধরনের ভিটামিন ওষুধ তা ছাড়া সলিবুল ফার্টিলাইজার যেমন ১৩ জিরো ৪৫ বা পটাশিয়াম নাইট্রেড এগুলো স্প্রে করলে ফলন যেমন ভালহবে তার পাশাপাশি এই যে প্রচন্ড গরমে গাছের যে শুকিয়ে যাওয়া পাতা বা কান্ড জল স্পে করলে এই গরম আবহাওয়া থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। তার সঙ্গে এই সময় কিছু শোষক পোকার আক্রমণ বাড়ে সবজির ক্ষেত্রে ঢেঁড়স এই জাতীয় যে ফসলগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে মাঠে এখন যে সবজিগুলি রয়েছে তার জন্য রাসায়নিক সার নিম নির্যাস তৈরি তৈরি করে গাছের স্পে করা যেতে পারে।
advertisement
advertisement
সেটির জন্য আপনাকে একটি ১৫ লিটার ড্রাম যোগাড় করতে হবে তার জন্য ছাত্র থেকে ৮০০ গ্রাম ওজনের নিমপাতা তিন থেকে ৪০০ গ্রাম মত গোবর এবং ৩০০ থেকে ৪০০ গ্রাম মত গোমুত্র। সেই নিমপাতা গুলি অল্প বেটে নিয়ে অল্প জল দিয়ে সেই গো চোনা এবং গোবরটি মিশিয়ে তিন চার দিন রেখে দেয়ার পর ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর গাছে গাছে স্পে করতে। তাতে এই পোকার হাত থেকেও বাঁচা যাবে এবং গাছগুলি যেগুলি শুকিয়ে যাচ্ছে এই গরমে অনেকটাই রক্ষা পাওয়া যাবে এই নিয়মগুলি মেনে চললে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুমন সাহা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2024 3:58 PM IST