Offbeat News: প্রথম মহিলা 'ট্রাক ড্রাইভার' ভারত থেকে পণ্যবাহী গাড়ি নিয়ে পৌঁছলেন বাংলাদেশ

Last Updated:

Offbeat News: ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক পণ্য আদান-প্রদানের ক্ষেত্রে বনগাঁ সীমান্তের পেট্রাপোল বন্দর, এদিন যেন এক ইতিহাস তৈরি করল। প্রথম এক ভারতীয় মহিলা ট্রাক চালক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশের মাটিতে পা রাখলেন। নাম অর্ণপুরনী রাজকুমার।

+
ভারতীয়

ভারতীয় মহিলা ট্রাক ড্রাইভার

উত্তর ২৪ পরগনা: ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক পণ্য আদান-প্রদানের ক্ষেত্রে বনগাঁ সীমান্তের পেট্রাপোল বন্দর, এদিন যেন এক ইতিহাস তৈরি করল। প্রথম এক ভারতীয় মহিলা ট্রাক চালক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশের মাটিতে পা রাখলেন। নাম অর্ণপুরনী রাজকুমার।
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা মহিলা ওই ট্রাক চালক এদিন ছয় চাকার একটি কন্টেনার ট্রাক নিয়ে বাংলাদেশে যান। বন্দর সূত্রে জানা গিয়েছে, কটন জাতীয় জিনিস বাংলাদেশে পৌঁছে দিতেই এদিন আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে বাংলাদেশে গেলেন মহিলা ট্রাকচালক অর্ণপুরনী রাজকুমার।
ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং-এর সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত ১৯শে মার্চ পেট্রাপোলে ভারত সরকারের অর্থ মন্ত্রণকের সদস্য রেখা রায়কর কুমার, জেন্ডার ইস্যু নিয়ে পুরুষদের পাশাপাশি মহিলারাও যাতে সমানভাবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ট্রাক নিয়ে যাতায়াত করতে পারে সে দিকে নজর দিতে বলেছিলেন। সেই মতোই এদিন প্রথম কোনও মহিলা ট্রাক চালক ভারত থেকে বাংলাদেশ পণ্য বোঝাই ট্রাক নিয়ে পারি দিলেন ওপার বাংলায়।
advertisement
advertisement
কার্তিক বাবু আরও জানান, এরপর থেকে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মহিলা চালকদের গাড়ি চালিয়ে পন্য পরিবহনের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। এদিনের এই পদক্ষেপ ভারত বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করল বলেই মনে করছে সীমান্ত এলাকার মানুষজন।
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat News: প্রথম মহিলা 'ট্রাক ড্রাইভার' ভারত থেকে পণ্যবাহী গাড়ি নিয়ে পৌঁছলেন বাংলাদেশ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement